ক্রীড়া ডেস্ক

  ০৮ জুন, ২০১৯

সোফিয়ায় এগিয়ে টাইগাররা

ইংল্যান্ড ক্রিকেট দল এখন বিশ্বসেরা তকমা পাওয়া দল। এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরুর অনেক আগে থেকেই সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় এক নম্বরে আছে ইংল্যান্ডের নাম। অপরদিকে বাংলাদেশ ক্রিকেট দলের মূল লক্ষ্য ‘ম্যাচ-বাই-ম্যাচ’ ভেবে সেমিফাইনালের পথে হাঁটা। আজ ইংল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে এই খেলা।

এগিয়ে বাংলাদেশ : কার্ডিফে ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচটি বিশ্বকাপ মঞ্চের এই দুই দলের চতুর্থ ম্যাচ। এর আগে তিনবার দেখায় দুইবার জয় বাংলাদেশের, একবার ইংল্যান্ডের। ২০০৭ সালে বিশ্বকাপে ইংল্যান্ড বাংলাদেশকে ৪ উইকেটে হারায়। ২০১১ সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ইংল্যান্ডকে হারায় ২ উইকেটে। ২০১৫ সালের বিশ্বকাপে ১৫ রানে হেরে যায় ইংল্যান্ড। সর্বশেষ ছয় ম্যাচে বাংলাদেশ ও ইংল্যান্ড জিতেছে সমান সমান দুই দলেরই তিনটি করে জয়। একমাত্র ইংলিশ কোচ : বিশ্বকাপে ১০ দলের মধ্যে তিনিই একমাত্র ইংলিশ হেড কোচ। আবার কোচ হিসেবেও এটাই তার প্রথম বিশ্বকাপ। আর সেটাও ইংল্যান্ডের মাটিতেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close