reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুন, ২০১৯

এক স্লিপ

পরামর্শ

লিওনেল মেসিকে বড্ড পছন্দ তার। তার আনন্দ যেমনটা অনুভব করেন, কষ্টেও মিইয়ে যান। বারাক ওবামা। মেসির হার্ডকোরের ভক্ত। পরামর্শ দিয়েছেন তার প্রিয় ফুটবলারকে। আর্জেন্টিনা আর মেসির সময় ভালো যাচ্ছে না। চূড়ান্ত কিছু এসেও আসে না। খেলেছেন ৪টি বিশ্বকাপ। দেশকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও তুলেছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেছে তার। একই চিত্র কোপা আমেরিকাতেও। টানা দুবার রানার্স-আপ। এমন দুঃসময়ে মেসির পাশে এসেছেন বারাক ওবামা! তিনি বলেছেন, ‘মেসি অসাধারণ। কিন্তু সমস্যা হচ্ছে বিশ্বকাপ জিততে পারছে না। কারণ একক দক্ষতায় সাফল্য নিশ্চিত করা সহজ নয়।’ অর্থাৎ মেসিকে জিততে হলে দলের অন্যদেরও দুরন্ত সহযোগিতা প্রয়োজন। ওবামার পরামর্শ নিতে মেসি শেষ পর্যন্ত রাজি হবেন কি না, তা সময়ই বলবে।

সংশয়

উইন্ডিজ অধিনায়ক হোল্ডারের কপালে ভাঁজ। চোট পেয়েছেন আলোচিত অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সংশয় থাকছে পরের ম্যাচে তার খেলা নিয়ে। রাসেল নিজেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং তা-ব দেখাতে মুখিয়ে রয়েছেন। পাকিস্তানের বিপক্ষে বল করার সময় হাঁটুতে চোট পান রাসেল। মাত্র ৪ ওভার বল করে মাঠ ছাড়েন তিনি। ৬ জুন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ক্যারিবিয়ান অলরাউন্ডার বলেন, ‘বছর-খানেক ধরে এই হাঁটুর চোট নিয়েই খেলছি। পারব অস্ট্রেলিয়ার বিপক্ষেও।’ ক্রিকেট মাঠে জাতশত্রু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। তাই অজিদের বিরুদ্ধে আগ্রাসী বোলিং করতে চান রাসেল। বিষাক্ত বাউন্সারে ঘায়েল করতে চান অস্ট্রেলিয়ানদের। উড়িয়ে দিতে চান উসমান-ওয়ার্নাদের হেলমেট। রাসেল বলেন, ‘অস্ট্রেলিয়ানরা ফাস্ট বোলিং খেলতে দক্ষ। কিন্তু আগ্রাসী বোলিং করলে অনেক কিছুই ঘটতে পারে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close