reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুন, ২০১৯

বিশ্বকাপ টুকিটাকি

সরফরাজের ভুঁড়ির সমালোচনায় শোয়েব

লজ্জার হারে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হয়েছেন তারা। আর এ নিয়ে পাকিস্তানজুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তাতে যোগ দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররাও। বাদ যাননি শোয়েব আখতারও। কড়া ভাষায় উত্তরসূরিদের নিয়ে মুখ নাড়িয়েছেন তিনি। বিশেষ করে ‘আনফিট’ অধিনায়ক সরফরাজ আহমেদকে ধুয়ে দিয়েছেন।

বিশ্বের দ্রুততম বোলার বলেন, ‘সরফরাজ আহমেদ যখন টস করতে আসে, তার মোটা ভুঁড়ি তখন বেরিয়ে ছিল। তার মুখটাও বেশ মোটা। সে আমার দেখা প্রথম অধিনায়ক, যে কি না এতটা আনফিট তার চলাচল করতে কষ্ট হয়, সে উইকেট কিপিংয়েও নিজেকে মানিয়ে নিতে পারে না।’

বঞ্চিত দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেবে আইসিসি

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের মতো দ্বিতীয় দিনও টিকিট নিয়ে জটিলতা দেখা দেয়। ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান ম্যাচে টিকিট পেতে দেরি হওয়া হাজার খানেক দর্শক খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন। তবে এমন অনাকাক্সিক্ষত ঘটনায় ক্ষমা চেয়ে টিকিটের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি। নটিংহামের ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত ওই ম্যাচের টিকিট বিক্রি অনলাইনে আগেই শেষ হয়েছে। তবে বেশ কিছু দর্শক স্টেডিয়ামের গেটে এসেছিলেন টিকিটের কাগজটি সংগ্রহ করতে। কিন্তু প্রিন্টারের ঝামেলায় দেড় ঘণ্টার মতো অপেক্ষা করতে হয়। কিন্তু ততক্ষণে ম্যাচটি অর্ধেকের বেশি শেষ। পরে ওয়েস্ট ইন্ডিজও ১৪ ওভারের মধ্যে অনায়াসে জয় তুলে নেয়। ম্যাচের ব্যাপ্তি তিন ঘণ্টারও কম হওয়ায় সেই দর্শকরা পাকিস্তানের ইনিংস দেখতেই পারেননি। ফলে ক্ষমা চেয়ে আইসিসি এক বিবৃতি প্রদান করে, ‘যারা নির্ধারিত সময়ে মাঠে প্রবেশ করতে পারেননি, তারা টিকিটের পুরো অর্থ ফেরত পাবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close