ক্রীড়া ডেস্ক

  ২৯ মে, ২০১৯

উদ্বোধনী ম্যাচে নেই স্টেইন বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার

কাল কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে আয়োজক দেশ ইংল্যান্ড। সেই ম্যাচেই দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলতে দেখা যাবে না ডেল স্টেইনকে। বিশ্বকাপের আগে আইপিএল খেলতে এসে কাঁধে চোট পেয়েছিলেন স্টেইন। এছাড়া কাঁধের চোটের কারণে শেষ কয়েক বছরে একাধিকবার ভুগতে দেখা গেছে তাকে। কাঁধে অস্ত্রোপচারের পর দীর্ঘ বিশ্রামের কারণে ক্রিকেট থেকে দূরত্বও তৈরি হয়েছিল। পরে কোহলির ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলতে এসে দুই ম্যাচ খেলেই চোটের কারণে দেশে ফিরে গিয়েছিলেন। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেও দলের বাইরে স্টেইন।

নতুন কোনো চোটের কারণে স্টেইন বিশ্বকাপের প্রথম ম্যাচে বাইরে বসছেন কি-না, সেই নিয়ে অবশ্য এখনই চূড়ান্ত বিবৃতি দেয়নি প্রোটিয়া বোর্ড। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে না থাকলেও ভারতের বিরুদ্ধে ম্যাচে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ডু প্লেসিদের হেড কোচ ওটিস গিবসন।

উল্লেখ্য আসন্ন বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের পেস নেতা ভূমিকায় থাকবেন ৩৫ বছর বয়সি অভিজ্ঞ এই ক্রিকেটার। দেশের জার্সিতে ১২৫ ওয়ান ডে ম্যাচে স্টেইনের উইকেট সংখ্যা ১৯৬টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close