ক্রীড়া ডেস্ক

  ২৭ মে, ২০১৯

এগারো বিশ্বকাপের সেরা এগারো উইলোবাজ

বিশ্বকাপ শুরু হতে আর বাকি তিন দিন। বৃহস্পতিবার লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্রিকেট মহাযজ্ঞের দ্বাদশ আসর। দেড় মাসব্যাপী ক্রিকেটযুদ্ধে ঢাকে কাঠি লাগানোর আগে একনজরে দেখে নিন আগের ১১ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কারা-

১৯৭৫ বিশ্বকাপ : উদ্বোধনী আসরে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচ খেলে সর্বাধিক ৩৩৩ রান করেছিলেন নিউজিল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান গ্লেন টার্নার। ওয়েস্ট ইন্ডিজের কাছে সেবার সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল কিউইরা।

১৯৭৯ বিশ্বকাপ : দ্বিতীয় আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন উইন্ডিজ কিংবদন্তি গর্ডন গ্রিনিজ। তার ব্যাট থেকে এসেছিল ২৫৩ রান।

১৯৮৩ বিশ্বকাপ : এই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন ইংল্যান্ডের ডেভিড গাওয়ার। ৭ ম্যাচ খেলে এই বাঁহাতি ব্যাটসম্যান করেছিলেন ৩৮৪ রান।

১৯৮৭ বিশ্বকাপ : উপমহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে সর্বাধিক ৪৭১ রান করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম গুচ। তবে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় গুচের দলকে।

১৯৯২ বিশ্বকাপ : দক্ষিণ গোলার্ধে আয়োজিত প্রথম বিশ্বকাপে সর্বাধিক ৪৫১ রান সংগ্রাহক ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মার্টিন ক্রো। কিন্তু সেমি ফাইনালে ইনজামাম-উল-হকের অতি মানবীয় ইনিংসের কাছে আত্মসমর্পণ করতে হয় ক্রোর দলকে।

১৯৯৬ বিশ্বকাপ : ৫২৩ রান নিয়ে টুর্নামেন্টের সর্বাধিক রান স্কোরার ছিলেন ভারতের ‘ব্যাটিং ঈশ্বর’ শচীন টেন্ডুলকার। তবে সেমি ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় ভারতকে।

১৯৯৯ বিশ্বকাপ : বিংশ শতাব্দীর শেষ বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক রাহুল দ্রাবিড়। ব্যাট হাতে ৪৬১ রান করেছিলেন ‘দ্য ওয়াল’।

২০০৩ বিশ্বকাপ : দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত ২০০৩ বিশ্বকাপে সর্বোচ্চ ৬৭৩ রান করেছিলেন শচীন টেন্ডুলকার। এর মধ্য দিয়ে দুই বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহকের কীর্তি গড়ের ‘দ্য লিটল মাস্টার’। বিশ্বকাপের এক আসরে সর্বাধিক রানের রেকর্ড হিসেবে এখনো টিকে রয়েছে এটি।

২০০৭ বিশ্বকাপ : অস্ট্রেলিয়ার জার্সিতে টুর্নামেন্টের সর্বাধিক ৬৫৯ রান করেছিলেন বাঁহাতি ওপেনার ম্যাথু হেইডন।

২০১১ বিশ্বকাপ : টুর্নামেন্টে সর্বাধিক রান এসেছিল শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশানের ব্যাট থেকে। টুর্নামেন্টে সমান সমান ৫০০ রান করেছিলেন এই মারকুটে ব্যাটসম্যান।

২০১৫ বিশ্বকাপ : সর্বশেষ আসরের সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ৫৪৭ রান করার করার পথে বিশ্বকাপ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৩৭ রানের ইনিংস খেলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close