ক্রীড়া ডেস্ক

  ২৬ মে, ২০১৯

সুযোগের অপেক্ষায় ‘ফিট’ রুবেল

আগের দুটি বিশ্বকাপে খেলেছেন। ২০১১ ও ২০১৫ মিলে ১২ ম্যাচে তার নামের পাশে ১৩ উইকেট। দলে নিজের জায়গা আগে পাকাই ছিল, কিন্তু এখন একাদশে থাকার নিশ্চয়তা কম রুবেল হোসেনের। তবে বিশ্বকাপ ও বিশ্বকাপের আগে ওয়ার্মআপ ম্যাচে সুযোগের অপেক্ষায় তিনি। সেরা একাদশে জায়গা পেলে নিজের সেরাটা দেবেন বলেও জানিয়েছেন ডানহাতি টাইগার পেসার।

বিশ্বকাপের মূলমঞ্চে নামার আগে আজ পাকিস্তানের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ আছে বাংলাদেশের। কার্ডিফের সেই ম্যাচের আগে রুবেল কথা বলেছেন সম্প্রতি শেষ হওয়া আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের উইকেট নিয়েও। জানালেন এখন পুরো ফিট তিনি।

দলের প্রথম একদাশে এখন প্রতিযোগিতা তুমুল। সেখানে জায়গা করে নিতে কতটা আত্মবিশ্বাসী? রুবেলের উত্তর, ‘অবশ্যই কঠিন। তবে আমাকে যদি খেলার সুযোগ দেয় এবং আমি যদি দলে থাকি, তাহলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব বেস্ট ক্রিকেট খেলার। আসলে আমি সুযোগের অপেক্ষায়।’

নিজের ফিটনেসের সঙ্গে রুবেল কথা বলেন সাকিব আল হাসানকে নিয়েও, ‘সাকিব ভাই এখন ভালোই আছেন। বোলিং-ব্যাটিং করছেন। সর্বশেষ তার মুখ থেকেই শুনেছি তিনি ভালো আছেন। আমাদের দলে এখন কারোই তেমন ইনজুরি নেই।’

ইংল্যান্ড-আয়ারল্যান্ডের উইকেট নিয়ে রুবেল বলেন, ‘দুটি জায়গাতে উইকেট প্রায় একইরকম। তবে আয়ারল্যান্ডে ঠা-া একটু বেশি ছিল। মনে হয়, এখানে (ইংল্যান্ডে) রান একটু বেশি হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close