ক্রীড়া প্রতিবেদক

  ২৬ মে, ২০১৯

থিম সংয়ে অনুপ্রাণিত টাইগাররা

আজ পাকিস্তানের মুখোমুখি ম্যাশবাহিনী

বিশ্বকাপের দ্বাদশ আসরকে সামনে রেখে কার্ডিফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আজ সৌভাগ্যের সোফিয়া গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এবার টাইগারদের কাছ থেকে দেশবাসীর প্রত্যাশা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের লক্ষ্যটা অনেক দূর। তাই ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে দেশেই প্রকাশিত হলো বিশ্বকাপে মাশরাফি-সাকিব-মুশফিকদের নিয়ে অফিশিয়াল বিশ্বকাপ থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’।

কাল মিরপুরের হোম অব ক্রিকেটের সংবাদ সম্মেলন কক্ষে বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল থিম সং প্রকাশ করেন বিসিবির মিডিয়া উইংয়ের চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় ওয়েলসের রাজধানী কার্ডিফ থেকে স্কাইপের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন ক্রিকেট দলের সদস্যরা।

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা থিম সং সম্পর্কে জানান, গানটি অসাধারণ হয়েছে। পাশাপাশি লাইফবয়কে ধন্যবাদ জানান এমন থিম সং বানানোর জন্য। এ সময় তিনি সবার কাছে দোয়া চান। থিম সং প্রকাশের সময় আরো উপস্থিত ছিলেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন ও ইউনিলিভারের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার। থিম সং থেকে অনুপ্রাণিত হয়েই আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। শুক্রবার নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আফগানদের বিপক্ষে লজ্জার হারে মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত পাকিস্তান। সেই সুযোগকে কাজে লাগিয়ে সরফরাজ বাহিনীকে আরেকটা তিক্ত পরাজয়ের স্বাদ দিতে চায় সদ্য তিন জাতির সিরিজের শিরোপা জেতা বাংলাদেশ। পয়মন্ত ভেন্যুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

এই ম্যাচের আগে বাংলাদেশের জন্য সুসংবাদ রয়েছে দুটি। কোমরের ব্যথায় আয়ারল্যান্ড সিরিজের ফাইনাল মিস করা সাকিব আল হাসান ফিট হয়ে ফিরেছেন। নেটে পুরো ছন্দে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন তিনি। এদিকে, প্রায় তিন মাস পর বল হাতে তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কাঁধের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে মাত্র ১ ওভার হাত ঘুরিয়েছিলেন তিনি। এরপরই চোটে পড়েন তিনি।

শুক্রবার দুপুরে বাংলাদেশ দলের অনুশীলন ছিল কার্ডিফের ক্যাথেড্রাল স্কুল মাঠে। সেখানেই প্রথম বোলিং করেন রিয়াদ। শুরুটা অবশ্য ছিল অস্বস্তিময়। নেটে বোলিংয়ের আগে ফিজিওকে পাশে রেখে হাত ঘুরিয়েছেন স্পিন কোচের সঙ্গে। এ সময় ফিজিও তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নেটে বোলিংয়ের পরই আজকের ম্যাচে বোলিং করার বিশ্বাসটা পাচ্ছেন মাহমুদউল্লাহ, ‘খুব ভালো লাগছে, আজকে (শুক্রবার) বোলিং করলাম। ৩ ওভার বোলিং করেছি। একটু একটু ব্যথা এখনো আছে। তবে মনে হচ্ছে খুব সমস্যা হবে না। প্রস্তুতি ম্যাচেই আশা করি অন্তত ২-৩ ওভার বোলিং করতে পারব।’

বাংলাদেশর সবাই যেখানে আত্মবিশ্বাসে টগবগ করছে, সেখানে পাকিস্তানের অবস্থা একেবারেই করুণ। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ও ইংল্যান্ড সিরিজে চারটিসহ টানা ১০ ম্যাচ হারের ক্ষত নিয়ে বিশ্বকাপের মঞ্চে পা রাখে। এরপর পরশু নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আফগানদের বিপক্ষেও পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়। ক্রিকেট মহাযজ্ঞের মূল মঞ্চে পা রাখার আগে শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজদের সাম্প্রতিক পারফরম্যান্সের তদন্ত রিপোর্টে লাল কলমে ‘জিরো’ লেখার অপেক্ষায় সৌম্য-মিরাজ-মুস্তাফিজরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close