ক্রীড়া ডেস্ক

  ২৫ মে, ২০১৯

অস্ট্রেলিয়ার শিক্ষা কাজে লাগাতে চান রুট

ইংল্যান্ড দলের অন্যতম সেরা তারকা জো রুট। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। তার আগে সতীর্থদের জন্য রুটের পরামর্শ, ‘প্রত্যেকটা বিশ্বকাপে অস্ট্রেলিয়া যে আগ্রাসী ক্রিকেট খেলেছে এবং চাপের মুখে সাফল্য ছিনিয়ে নিয়েছে, সেটা আমাদের রপ্ত করতে হবে। আমি মনে করি, অস্ট্রেলিয়া দলের ক্রিকেট-দর্শন থেকে শিক্ষা নিয়েই আমাদের খেলতে হবে এই বিশ্বকাপে।’

শেষ আটটি ওয়ান ডে’তে অ্যারন ফিঞ্চদের জয়। এক বছরের নির্বাসনের পালা শেষ করে বিধ্বংসী মেজাজে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের প্রত্যাবর্তন এই দুটি ঘটনা বড় প্রভাব ফেলেছে রুটের ভাবনায়। তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা দুই ব্যাটসম্যানের প্রত্যাবর্তনই অস্ট্রেলিয়া দলের গভীরতা আরো বাড়িয়ে দিয়েছে। আমি তো মনে করি, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারাতে পারলে আমাদের দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘বিশ্বকাপের পরেই অ্যাশেজ সিরিজ। আমার মনে হয়েছে, সেই লড়াইয়ের কথা মাথায় রেখে আমাদের আরো বেশি নিখুঁত এবং শক্তিশালী হয়ে উঠতে হবে।’

তবে নিজেদের দলকেও এবার এগিয়ে রাখছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক। তিনি বলেছেন, ‘২০১৫ বিশ্বকাপের ব্যর্থতার পরে আমাদের দলের সার্বিক মানসিকতা এবং খেলায় অনেক পরিবর্তন হয়েছে। শেষ ৮৮টি ওয়ান ডে ম্যাচে আমরা জিতেছি ৫৮ ম্যাচে। যা প্রমাণ করে দল হিসেবে ইংল্যান্ড কতটা শক্তিশালী হয়ে উঠেছে। নিজেদের যোগ্যতাতেই ইংল্যান্ড বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল হিসেবে বিশ্বকাপে খেলতে নামবে। আমরা এবার সেরা ক্রিকেট উপহার দিয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য মরিয়া।’

এবারের বিশ্বকাপে পাওয়ার হিটাররা বড় ভূমিকা নিতে চলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রুট নিজেও তা মনে করছেন এবং তার জন্য নিজেকে তৈরিও রাখছেন। রুট বলেছেন, ‘আমি সচরাচর তিন নম্বরে ব্যাট করি ওয়ান ডে ম্যাচে। সঙ্গত কারণে সেই জায়গাতে দল আমার থেকে আগ্রাসী ব্যাটিংই আশা করবে। তবে আমি শুরু থেকে বোলারদের আক্রমণ করার পক্ষপাতী নই। উইকেটে নিজেকে মানিয়ে নিয়ে ধীরে ধীরে বোলারদের ওপরে প্রভাব বিস্তার করতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close