ক্রীড়া ডেস্ক

  ২২ মে, ২০১৯

‘কোহলিকে আউট করতে চাই’

সর্বসাকুল্যে তিন ওয়ানডেতে মাত্র ২২ ওভার বোলিংয়ের অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপের ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জোফরা আর্চার। তার কাছে জায়গা হারিয়েছেন ৪৬ ওয়ানডের অভিজ্ঞতাসম্পন্ন পেসার ডেভিড উইলি। এভাবে পাওয়া সুযোগের প্রতিটি ধাপকে কাজে লাগাতে চান ক্যারিবীয় বংশোদ্ভূত ফাস্ট বোলার। শুধু তাই নয়, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েই হুঙ্কার ছুড়েছেন তিনি। জানিয়েছেন, সুযোগ পেলেই নিতে চান বিরাট কোহলির উইকেট।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে কদিন আগে অভিষেক হলেও অনেক আগে থেকেই পাদপ্রদীপের আলোয় ছিলেন ২৪ বছর বয়সি আর্চার। বার্বাডোজে জন্ম নেওয়া এ পেসার জাতীয় দলে ডাক পাওয়ার আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে গতির ঝড় তুলেছেন আর্চার। সেখানে বল হাতে ঝলক দেখালেও মনে একটা আকেক্ষপ নিয়ে ফিরেছেন। সেই আকেক্ষপটা বিশ্বকাপেই পূরণ করতে চান এ পেসার, ‘আমি বিরাট কোহলিকে আউট করতে চাই। আইপিএলেও চেয়েছিলাম, কিন্তু সুযোগটা হয়নি।’

আর্চারের বিশ্বাস আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে ভালো করার মানসিকতা যোগাবে, ‘দলের অন্যদের তুলনায় আমার একটা বিশাল সুবিধা আছে। দুবার আইপিএল খেলায় অনেকের দুর্বলতার আর শক্তির জায়গাগুলো আমার জানা। আইপিএলের মান এখন সবার ওপরে। সেখানে ভালো খেললে এমনিতেই আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close