ক্রীড়া ডেস্ক

  ২০ মে, ২০১৯

বিশ্বকাপের দলে থাকতে পেরে গর্বিত শামি

বিশ্বকাপ খেলতে আর কয়েক দিন বাদেই ইংল্যান্ড উড়ে যাবে ভারত। সেই দলে অন্যতম সদস্য মোহাম্মদ শামি। বিশ্বকাপে ভারতীয় পেস আক্রমণের অন্যতম সদস্য হতে পেরে গর্বিত বাংলার এই ডানহাতি পেসার। শেষ কয়েক বছরে ভারতীয় পেস বোলিং সাফল্যের কা-ারি হয়ে উঠেছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে বিরাটদের সাফল্যে বড় ভূমিকা নিয়েছিলেন ভারতের বোলাররা।

বিশ্বকাপেও বড় ভূমিকা নিতে চলেছে ভারতীয় পেসাররা। জসপ্রীত বুমরাহ, ভূবনেশ্বর কুমার ও শামির নেতৃত্বে বিশ্বকাপে নামবে বিরাট অ্যান্ড কোং। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে ৩০ মে বিশ্বকাপ শুরু হলেও ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে ৫ জুন। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে কোহলিরা।

বিশ্বকাপ সম্পর্কে শামির বক্তব্য, ‘আমাদের দলে খেলোয়াড়দের অনেক ভিন্নতা রয়েছে। পেস আক্রমণে আমরা অনেক দ্রুত বল করতে পারি। গতি ও সুইং আমাদের ভালোই আছে। যার ফলে আমরা অনেক আত্মবিশ্বাসী। এ রকম একটি বোলিং ইউনিটের সদস্য হতে পেরে স্বপ্ন সত্যি হলো। কারণ অনেকেই আমাদের বোলিংকে বিশ্বের অন্যতম সেরা বোলিং বলে।’

শেষ দুবছর ভারতীয় ওয়ান ডে দলের বাইরে ছিলেন শামি। কিন্তু অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করে ওয়ান ডে দলেও জায়গা করে নেন এই ডানহাতি পেসার। ওয়ান ডে দলে তার প্রত্যাবর্তন সম্পর্কে শামি বলেন, ‘সাদা বলে আমার রেকর্ড মন্দ নয়। সুতরাং এই সুযোগের অপেক্ষায় ছিলাম। প্রায় দুবছর পর আমি ওয়ান ডে দলে সুযোগ পাই। সেটা করে দেখাতে পেরেছি। জানতাম সুযোগ পেলে শর্টার ফরমেটে মানিয়ে নিতে পারব। কারণ এই ফরমেটে সাফল্যের জন্য লাইন ও লেন্থ ঠিক রাখা প্রয়োজন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close