ক্রীড়া ডেস্ক

  ১৮ মে, ২০১৯

বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন আতহার আলী খান

দ্বাদশ বিশ্বকাপকে সামনে রেখে ২৪ সদস্যের ধারাভাষ্যকারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় আছেন বাংলাদেশের আতহার আলী খান।

অবসরে যাওয়ার পর থেকেই ধারাভাষ্যকে এক রকম পেশা হিসেবে বেছে নিয়েছেন আতহার। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ম্যাচ মানেই কমেন্ট্রি বক্সে আতহার আলীর উপস্থিতি। বাংলাদেশ ক্রিকেটের খুঁটিনাটি বহির্বিশ্বে তুলে ধরায় কেউ কেউ তাকে ‘ভয়েস অব বাংলাদেশ ক্রিকেট’ নামেও ডাকেন।

তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে বিশেষত দেশের মাটিতে অনুষ্ঠিত সিরিজে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা থাকলেও বিশ্বকাপে তাকে কখনোই এই ভূমিকায় দেখা যায়নি। অবশেষে সেই আক্ষেপ পূরণ হচ্ছে আতহারের। আসন্ন ইংল্যান্ড ও ওয়েলস্ বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে ৫৭ বছর বয়সি ‘হ্যান্ডসাম বয়ের’। যদিও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারভাষ্য দেন তিনি। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস বাংলা ও জলসা মুভিজে বাংলা ভাষ্যকার হিসেবে দেখা গেছে তাকে।

প্রসঙ্গত, বিশ্বকাপের আগের আসরগুলোতে ধারাভাষ্য দিয়েছেন ৮-১২ জন। এবার সেই তালিকা বর্ধিত করে ২৪ জনকে রাখা হয়েছে।

বিশ্বকাপে ধারভাষ্যকার হিসেবে যারা থাকছেন : আতহার আলী খান (বাংলাদেশ), সৌরভ গাঙ্গুলি (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), গ্রায়েম স্মিথ (দ. আফ্রিকা), নাসের হুসেইন (ইংল্যান্ড), রমিজ রাজা (পাকিস্তান), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), ইয়ান বিশপ (ও. ইন্ডিজ), সাইমন ডুল (নিউজিল্যান্ড), পমি এম্বাংগওয়া (জিম্বাবুয়ে), সঞ্জয় মাঞ্জরেকার (ভারত), মেলানি জোন্স (অস্ট্রেলিয়া), মাইকেল সেøটার (অস্ট্রেলিয়া), হার্শা ভোগলে (ভারত), এলিসন মিচেল (ইংল্যান্ড), মার্ক নিকোলাস (ইংল্যান্ড), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), শন পোলক (দ. আফ্রিকা), ইশা গুহা (ইংল্যান্ড), ইয়ান ওয়ার্ড (ইংল্যান্ড), মাইকেল হোল্ডিং (ও. ইন্ডিজ), মাইকেল অ্যাথারটন (ইংল্যান্ড) এবং ইয়ান স্মিথ (নিউজিল্যান্ড)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close