ক্রীড়া ডেস্ক

  ১৭ মে, ২০১৯

হকি বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফির পরবর্তী আসরসহ বয়সভিত্তিক এশিয়া কাপ ও বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) প্রধান নির্বাহী তৈয়ব ইকরামের কাছে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

কাল দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ এএইচএফের প্রধান কার্যালয়ে তৈয়ব ইকরামের সঙ্গে বৈঠক করে এই আগ্রহের কথা জানান সাঈদ। এছাড়া নিরপেক্ষ ভেন্যু হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন এবং আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সহযোগিতায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের একাংশে ইনডোর হকি ট্রেনিং গ্রাউন্ড স্থাপনের সহায়তা চেয়েছেন তিনি। বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে এশিয়ান হকির সর্বোচ্চ সংস্থা এএইচএফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close