ক্রীড়া প্রতিবেদক

  ১৩ মে, ২০১৯

তড়িঘড়ি ঢাকায় ফিরলেন জাহানারা

অসাধারণ বোলিংয়ে ভারত মাতিয়ে ঢাকায় ফিরেছেন পেসার জাহানারা আলম। শনিবার রাতে ভারতের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনাল খেলে গতকাল রোববার সকালেই দেশের পথে রওনা দেন। সকাল ৭টার ফ্লাইটে জয়পুর থেকে কলকাতা হয়ে তার ঢাকা পৌঁছাতে বেজে যায় বিকেল ৩টা।

ঢাকায় পৌঁছে গণমাধ্যমকে জাহানারা বললেন, ‘খুব ভালো লাগছে এমন পারফরম্যান্স করতে পেরে। দল জিতলে বাড়তি আনন্দ যোগ হতো। আট বছর ধরে বাংলাদেশের হয়ে খেলছি। এবার নতুন একটা মঞ্চে খেললাম। আশা করি আগামীবারও খেলব। বড় মঞ্চ থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরেছি, যা সামনে খুব কাজে দেবে।’

টাইগ্রেস পেসারের দ্রুত ফেরার কারণ ঢাকা প্রিমিয়ার লিগ। আজ সোমবার সকাল ৯টায় বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলতে নামবেন আবাহনীর এ ক্রিকেটার। সে কারণে তড়িঘড়ি করেই রওনা হতে হয় দেশের পথে।

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেয়ে প্রিমিয়ার লিগের মাঝপথেই গিয়েছিলেন আবাহনীর অধিনায়ক জাহানারা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে খেলার তাড়নায় ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া বিমান টিকিট ফিরিয়ে ভোরের ফ্লাইটে রওনা দেন ঢাকার উদ্দেশে।

প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে বিদেশি লিগে খেলার সুযোগ খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন জাহানারা। জয়পুরে ভেলোসিটির হয়ে প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও শনিবার ফাইনালে করেন দুর্দান্ত বোলিং। প্রতিপক্ষ সুপারনোভাসের দুই বিদেশি ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলেন গতির সঙ্গে সুইংয়ের মিশেলে।

জাহানারা ৪ ওভারে ২১ রানে দুই উইকেট নিলেও ভেলোসিটি শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে কিউই ব্যাটার নাটালি শিভারকে করা তার বোল্ড আউটটি নিয়ে হচ্ছে বেশ হইচই। টুর্নামেন্টের সেরা ডেলিভারির তকমা পাচ্ছে যেটি।

শনিবার রোজা রেখে হালকা ইফতার করেই ম্যাচ খেলতে নেমে যান জাহানারা। পরে অসাধারণ বোলিংয়ে ছাপ রাখেন সক্ষমতার। মাঠে সব আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে পৌঁছাতেই বেজে যায় রাত ১টা। নির্ঘুম রাত কাটিয়ে প্রত্যুষেই ধরেন দেশের বিমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close