ক্রীড়া ডেস্ক

  ১২ মে, ২০১৯

ফেদেরারকে হারিয়ে সেমিফাইনালে ডমিনিক থিম

মাদ্রিদ ওপেন টেনিসে থেমে গেল ক্লে কোর্টে রজার ফেদেরারের যাত্রা। প্রথম সেটে পিছিয়ে গিয়েও রজার ফেদেরারকে হারিয়ে সেমিফাইনালে ডমিনিক থিম। আরেক সেমিতে স্তানিসলাস ওয়াভরিঙ্কাকে সরাসরি সেটে হারিয়ে সেরা চার নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল।

ফিট থাকার জন্য প্রায় দুই বছর ক্লে কোর্টের কোনো টুর্নামেন্টে অংশ নেননি ফেডেক্স। মাদ্রিদ ওপেনেও নিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে পেয়েছিলেন। কোয়ার্টার ফাইনালের প্রথম সেটে তেমন প্রতিরোধ গড়তে পারেননি ডমিনিক থিম। ৬-৩ গেমে জিতে নেন ৩৭ বছর বয়সি ফেদেরার। তবে দ্বিতীয় সেটে হয় হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকে জয় তুলে নেন থিম।

শেষ সেটেও লড়াই জমে ওঠে। ৪-৪ সমতা থেকে শেষ পর্যন্ত ৬-৪ গেমের জয় দিয়ে সেরা চার নিশ্চিত করেন গেল দুই আসরের রানার্সআপ ডমিনিক থিম। তিন বছর পর এবারের ফ্রেঞ্চ ওপেনে খেলার প্রস্তুতি হিসেবে মাদ্রিদ ওপেনে অংশ নিয়েছিলেন ফেদেরার। ৩৯ এদিকে ঘরের ছেলে নাদাল জয় পেয়েছে সহজেই। সুইজারল্যান্ডের স্ট্যান ওয়াভরিঙ্কাকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন। ফাইনালে ওঠার লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ গ্রিসের সিটসিপাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close