ক্রীড়া ডেস্ক

  ১২ মে, ২০১৯

এবারের বিশ্বকাপ বোলারদের জন্য চ্যালেঞ্জিং : রুবেল

বিশ্বকাপের উইকেট হবে ব্যাটিং সহায়ক। তাই সøগ ওভারে বোলিং নিয়ে বাড়তি কাজ করেছেন টাইগার পেসার রুবেল হোসেন। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো এবারের আসরেও স্মরণীয় একটা স্পেল করতে চান এই পেসার। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবার আগে সময় সংবাদে আরো জানান, এবারের বিশ্বকাপ বোলারদের জন্য হবে চ্যালেঞ্জিং।

ওয়ানডে ফরম্যাটে সøগ ওভারে বোলিং বাংলাদেশের দুর্বল জায়গাগুলোর একটি। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে এক ম্যাচে আগে বল করার সুযোগ পাওয়া টাইগাররা, শেষ ১০ ওভারে রান দিয়েছিল বেশ উদারভাবে। কিউই ব্যাটসম্যানরা তুলেছিলও ১০০-এরও বেশি রান।

বিশ্বকাপের উইকেটেও বাড়তি সুবিধা পাবে ব্যাটসম্যানরা। বোলারদের চ্যালেঞ্জটা অনুমিত-ভাবেই বেড়ে যাবে। তাই বোলিংয়ে বাড়তি কিছু করার প্রয়াস রুবেলের। জোর দিচ্ছেন সøগ ওভারের বোলিং নিয়ে। বাংলাদেশ পেসার রুবেল বলেন, অনেক ম্যাচে আমরা সøগ ওভার নিয়ে সমস্যায় পড়ি। সøগ ওভার নিয়ে আমাদের আরো কাজ করতে হবে।

ইংল্যান্ডে বাংলাদেশ পেসারদের পূর্ব-অভিজ্ঞতা খুব একটা সুখকর না। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও বেশ ভুগেছে মাশরাফি-মুস্তাফিজ-রুবেলরা। তবে এবারের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট। ব্যক্তিগত সাফল্যকে দলীয় রূপ দিয়ে সবার প্রত্যাশা পূরণ করতে চান রুবেল। রুবেল বলেন, বোলারদের জন্য বিশ্বকাপে খেলাটা অনেক চ্যালেঞ্জিং। পরিবেশের সঙ্গে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারলে আমাদের প্ল্যানিংটা ভালোভাবে করা যাবে।

বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে গত বিশ্বকাপে খেলেছিলেন রুবেল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন দারুণ এক স্পেল। এবারও তেমন কিছু করে স্মরণীয় করে রাখতে চান বিশ্ব আসর। পেসার বলেন, দলের জন্য আমাকে বল করতে হবে। আমাকে বোলিং করেও বা ব্যাটিং করেও খেলতে হতে পারে। আমি আপ্রাণ চেষ্টা করব দলকে জেতানোর জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close