ক্রীড়া ডেস্ক

  ১১ মে, ২০১৯

৬ মাসের নিষিদ্ধ বেকহ্যাম!

নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ডেভিড বেকহ্যাম। গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার অভিযোগে ছয় মাসের জন্য ইংলিশ সাবেক অধিনায়কের লাইসেন্স আটকে দিয়েছেন লন্ডন আদালত।

গত বছরের নভেম্বরে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার অভিযোগে লন্ডন পুলিশের নজরে পড়েন বেকহ্যাম। রাস্তার একজন পথচারী ম্যানইউ-রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে তার দামি বেন্টলি গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতে দেখে ট্রাফিক পুলিশকে বিষয়টি অবহিত করেন। বিষয়টিকে বেকহ্যামের আইনজীবী গ্যারার্ড টাইরেল ব্যাখ্যা করেছেন মূল্যহীন ও অস্মরণযোগ্য হিসেবে। অহেতুক কারণে তার মক্কেলকে দোষী বানানো হচ্ছে বলে মত তার। আইন ভঙ্গের কারণে ছয়টি পেনাল্টি পয়েন্টও পেয়েছেন বেকহ্যাম।

মোট ১২ পয়েন্ট হলে লাইসেন্স কেড়ে নেওয়া হবে এ তারকা সাবেক ফুটবলারের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close