ক্রীড়া ডেস্ক

  ০৯ মে, ২০১৯

বার্সাকে ‘অনূর্ধ্ব-১৪’ দলের সঙ্গে তুলনা দিলেন মরিনহো

গত সপ্তাহেই বার্সেলোনা ফরওয়ার্ড মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন। কিন্তু দুঃসময়ে পড়তেই চিরশত্রু কাতালানদের সমালোচনামুখর হয়ে উঠেছেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ বার্সাকে তুলনা করেছেন অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে।

কাল রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের ফিরতি লেগে ৪-০ ব্যবধানে হেরেছে বার্সা। যার কারণে প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েও ফাইনালে যাওয়া হয়নি মেসি-সুয়ারেজদের।

তার মধ্যে লিভারপুলের চতুর্থ গোলটিই এখন সবখানে আলোচনার খোরাক। অল রেডস ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের বুদ্ধিদীপ্ত কর্নার থেকে কাতালানদের কোনো বাধা ছাড়াই জয়সূচক গোলটি করেন ডিভোক অরিগি।

গোলটি নিয়েই ভালভার্দের শিষ্যদের কাটা গায়ে নুনের ছিটা দিয়েছেন মরিনহো। বেইন স্পোর্টস নামক এক স্পোর্টস টিভিকে পর্তুগিজ কোচ বলেন, ‘অনূর্ধ্ব-১৪ বা অনূর্ধ্ব-১৫ দলের ম্যাচে এ ধরনের গোল হয়ে থাকে, আপনি যদি গোলটি দেখেন তাই মনে হবে।’ লিভারপুলের ওই জয়সূচক গোলটি বার্সেলোনার মানসিক বেহাল অবস্থার অন্যতম প্রমাণ বলে বিশ্বাস করেন মরিনহো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close