ক্রীড়া ডেস্ক

  ০৬ মে, ২০১৯

এক ম্যাচে বার্সার দুই হার

অপরাজেয় পথচলা ধরে রাখতে পারল না বার্সেলোনা। তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে খেলতে নামা দলটিকে হারিয়ে দিয়েছে সেল্টা ভিগো।

আগের ম্যাচেই স্প্যানিশ লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। সেইসঙ্গে ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও এক পা দিয়ে রেখেছে। স্প্যানিশ কোপা ডেল রে’র ফাইনালে তো অনেক আগেই উঠে বসে আছে। ফলে সব মিলিয়ে আকাশেই উড়ছিল কাতালান শিবির।

উড়তে থাকা সেই বার্সাকে মাটিতে নামিয়েছে সেল্টা ভিগো। যদিও বার্সার দ্বিতীয় সারির দলই বলতে হবে খেলেছে। লিভারপুলের মাঠে দ্বিতীয় লেগের কঠিন পরীক্ষার কথা মাথায় রেখে পরশু তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে নামা দলটি হেরেছে ২-০ গোলে। সেল্টার হয়ে গোল করেছেন ম্যাক্সি গোমেজ ও ইয়াগো আসপাস। এই হারের ফলে লা লিগায় টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর পরাজয়ের স্বাদ পেল কাতালানরা।

এই ম্যাচে অবশ্য জোড়া হার মিলেছে বলা যেতে পারে বার্সার। কারণ, ম্যাচের সঙ্গে ইনজুরির কারণে উসমান ডেম্বেলেকে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে এ দিন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, আর্তুরো ভিদাল ও ফিলিপ্পে কৌতিনহোসহ মোট আটজনকে বেঞ্চে রেখে ম্যাচ শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। পরে ধাক্কাটাও বেশ বড়সড়ই খেয়েছে তারা। ম্যাচের শুরুতেই (৫ মিনিটে) ফ্রান্স তারকা উসমান ডেম্বেলে চোট পেয়ে মাঠ ছাড়েন।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে নেমে বার্সার রক্ষণে চাপ সৃষ্টি করে সেল্টা। যার ফলে দুটি গোল হজম করে কাতালানরা। ম্যাচের ৬৭ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার ম্যাক্সি গোমেস দলকে এগিয়ে দেন। ম্যাচের ৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসপাস। ডি-বক্সে বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোলটি করেন স্প্যানিশ ফরওয়ার্ড।

তবে হারলেও বিপদ নেই বার্সার। কেননা আগেই লিগ শিরোপা জিতে গেছে তারা। সব মিলিয়ে এবারের লা লিগায় এটি বার্সার তৃতীয় পরাজয়। ৩৬ ম্যাচে ২৫টি জয় ও ৮টি ড্রয়ে স্প্যানিশ জায়ান্টদের পয়েন্ট ৮৩। রাতের অন্য ম্যাচে এস্পানিওলের মাঠে ৩-০ গোলে হেরেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। লেভান্তের কাছে ৪-১ গোলে হেরেছে রায়ো ভায়েকানো। আর আলাভেজকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল ভ্যালাদোলিদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close