ক্রীড়া ডেস্ক

  ২৪ এপ্রিল, ২০১৯

ফেলিক্সকে জুভেন্টাসে চান রোনালদো

হোয়াও ফেলিক্স। পর্তুগিজদের চোখে নতুন রোনালদো। বেনফিকাতে খেলা ১৯ বছর বয়সী উইঙ্গার চলতি মৌসুমে এমনই নজর কেড়েছেন যে, টাকার বস্তা ঢেলে হলেও তাকে পেতে এক পায়ে রাজি ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।

নতুন রোনালদোকে দলে পেতে ম্যানচেস্টারের দুই ক্লাব যেমন আছে, দৌড়ে আছে স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদও। আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ তো ঘোষণাই দিয়েছে, তাদের সেরা খেলোয়াড় অ্যান্টনিও গ্রিজম্যানের জায়গাটা ফেলিক্সকেই দিতে চায় তারা।

প্রিমিয়ার লিগ-লা লিগার দলগুলো সমান তালে দৌড়াচ্ছে, সিরিএ’র দলগুলো বাদ যাবে কেন? ইতালিয়ানরাও বাদ যায়নি। বরং ফেলিক্সকে পাওয়ার প্রতিযোগিতায় আপাতত এগিয়ে তারাই। ইতালিয়ান দল জুভেন্টাস যেমন খুব করে চাইছে তাদের হয়ে খেলুক নতুন রোনালদো। আর তাকে পেতে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই।

পর্তুগিজ পত্রিকা অ্যা বোলা প্রতিবেদনে লিখেছে, স্বদেশী প্রতিভাবান ফুটবলারকে জুভেন্টাসে পেতে খুবই উৎসাহী রোনালদো। দলের সেরা খেলোয়াড়ের মন রক্ষা করতে ১০০ মিলিয়ন ইউরোও নাকি খরচ করতে রাজি জুভেন্টাস। আরেকটা কারণে তারাই এগিয়ে। রোনালদোর দলবদলের দায়িত্ব সামলানো এজেন্ট হোসে মেন্ডেস একইসঙ্গে দেখছেন ফেলিক্সের ব্যাপারটিও।

ফেলিক্সকে পেতে হলে অবশ্য খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে জুভেন্টাসকে। কারণ ১৯ বছর বয়সি উইঙ্গারের জন্য বেনফিকার বেঁধে দেওয়া ১২০ মিলিয়ন ইউরো বাইআউট ক্লজ পরিশোধ করতে এরই মধ্যে রাজি হয়ে গেছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদেরও সামর্থ্য আছে এ অর্থ পরিশোধ করার। সুতরাং দুই রোনালদোকে একসঙ্গে পেতে হলে যা করার দ্রুত করতে হবে তুরিনের বুড়িদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close