ক্রীড়া ডেস্ক

  ২৪ এপ্রিল, ২০১৯

বিশ্বকাপে বড় স্বপ্ন আফগানদের

আসন্ন বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছেন আফগানিস্তান ক্রিকেট দল। এই বিশ্ব আসরে ভয়হীন ক্রিকেট খেলতে চান আফগানরা। এরই মধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে তাদের ক্রিকেট বোর্ড (এসিবি)।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক দৌলত আহমেদজাই জানিয়েছেন, বিশ্বকাপে লড়াকু মানসিকতা প্রদর্শন করতে চান তারা। তিনি বলেন, বিশ্বকাপের জন্য ছয় মাস প্রস্তুতি নেওয়া হয়েছে। এ টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অনুপ্রেরণামূলক ক্রিকেট খেলা। আমরা জানি, এখানে অনেক কঠিন প্রতিপক্ষ আছে। তবে লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। আগামী ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে আফগানিস্তান। তাতে বড় দল থাকলেও লক্ষ্য অর্জনে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন আফগানরা। প্রধান নির্বাচক বলেন, এই টুর্নামেন্ট আমাদের অনুপ্রেরণামূলক ক্রিকেট খেলার মিশন। আমি জানি, এখানে অনেক শক্তিশালী দল রয়েছে। কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জনে সেরাটা দেব।

বিশ্বকাপের জন্য সেরা দলটাই নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন দৌলত আহমেদজাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close