ক্রীড়া প্রতিবেদক

  ২৩ এপ্রিল, ২০১৯

ফিট মাশরাফি

পেসারদের নিয়ে চিন্তিত ওয়ালশ

ইংল্যান্ডের কন্ডিশন মাথায় রেখে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসার। যা দেখে খুশিই হওয়ার কথা কোর্টনি ওয়ালশের। কিন্তু সেটি আর হতে পারছেন কই? বাংলাদেশে এসে এ ক্যারিবিয়ান জানতে পারলেন, মাশরাফি ছাড়া সবারই আছে ছোটখাটো চোট। যা নিয়ে চিন্তিত টাইগারদের পেস বোলিং কোচ।

সাইড স্ট্রেইনে চোট থাকায় বোলিং করতে পারছেন না রুবেল হোসেন। গোড়ালিতে চোট পেয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও বল হাতে নিচ্ছেন না। কাল মিরপুরে অনুশীলন ক্যাম্পের প্রথম দিনে তারা করেছেন কেবল ব্যাটিং অনুশীলন।

লম্বা সময় ধরে কনুইয়ের ওপরে খানিকটা জায়গাজুড়ে ব্যথা নিয়েই প্রিমিয়ার লিগ খেলে যাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডাক্তারি ভাষায় যে চোটকে টেনিস এলবো বলে।

অন্যদিকে বিশ্বকাপ দল ঘোষণার এক দিন পরই ডান পায়ের বৃদ্ধাঙুলিতে চোট পান আবু জায়েদ রাহি। পাঁচের মধ্যে চার পেসারই চোটে থাকায় কিছুটা দুর্ভাবনা টাইগার ক্যাম্পে।

‘চোট আমাদের ভাবনায় ফেলছে। ফিজ বোলিং করতে পারছে না। রুবেল মাত্রই চোট কাটিয়ে উঠল। সাইফউদ্দিনের টেনিস এলবো সমস্যা। তাদের চোটে থাকাই আমাদের মূল চিন্তার কারণ।’ দুশ্চিন্তার কথা এভাবেই বললেন ওয়ালশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close