ক্রীড়া প্রতিবেদক

  ১৭ এপ্রিল, ২০১৯

ত্রিদেশীয় সিরিজে রাব্বি-নাইম

আগেই জানা ছিল বিশ্বকাপ স্কোয়াডের পাশাপাশি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডও একসঙ্গে ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেই কথা সেই কাজ। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১টার সময় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেইসঙ্গে জানিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় নেওয়া হবে বাড়তি কোন দুজনকে। বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৫ জনের সঙ্গে ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি এবং ডানহাতি অফস্পিনার নাইম হাসানসহ মোট ১৭ জনের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক।

আগামী ৫ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ছাড়াও থাকবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। তবে সে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। রাউন্ড রবিন লিগে সব দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। এরপর ১৭ মে হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি এবং নাইম হাসান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close