ক্রীড়া প্রতিবেদক

  ১৬ এপ্রিল, ২০১৯

সাকিবকে ফিরে আসতে চিঠি দিচ্ছে বিসিবি

চোটের কারণে দীর্ঘ সময় খেলতে না পারলেও সাকিব আল হাসানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য ছাড় দিয়েছিল বিসিবি। এটাকে ধরা হচ্ছিল, সাকিবের প্রত্যাবর্তনের সুযোগ হিসেবে। যদিও সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে খেলার পর আর একাদশে জায়গা হয়নি তার।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আর তাই আইপিএলের মাঝখানেই সাকিবকে দেশে ফিরে আসার জন্য চিঠি দিচ্ছে বিসিবি বোর্ড।

গতকাল সোমবার মিরপুরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ও প্রস্তুতি ক্যাম্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটাই জানিয়েছেন। আইপিএলে সাকিবের ম্যাচ খেলার প্রস্তুতি না হওয়ায় তাকে ক্যাম্পের জন্য দেশে ফিরিয়ে আনা হবে কি-না? এমন প্রশ্নের জবাবে পাপন জানান, সাকিবকে দেশে ফিরিয়ে আনার জন্য চিঠি পাঠাতে বলেছেন তিনি।

‘আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। সাকিবকে চিঠি পাঠাতে বলেছি। এখনই চিঠিটা দিয়ে দিতে বলেছি যে, আমাদের ক্যাম্প শুরু হচ্ছে, সে এসে যেন জয়েন করে। দেখা যাক সে কী রেসপন্স করে।’

২২ এপ্রিল ক্যাম্প শুরু হলেও সাকিবের হায়দরাবাদের হয়ে খেলবে (নকআউট পর্ব বাদে) মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এদিকে ম্যাচ খেলতে না পারায় বিশ্বকাপের প্রস্তুতিটা বাইরে সেরে নেওয়ার জন্য সাকিব তার ক্রিকেট গুরু মোহাম্মদ সালাউদ্দিনকে ডেকে নিয়েছেন।

তাই চিঠি পাওয়ার পরেও সাকিব ফিরবেন কি-না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, আমি খেলার কোনো বিষয় জানি না। ক্যাম্প শুরু হলে ও আসবে না, বা কী করবে এটা নিয়ে আমার সঙ্গে কেউ কখনো আলাপ করেনি। আমার যেটা মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে তাকে এটা জানানো দরকার, ২২ তারিখ থেকে শুরু হচ্ছে তুমি ক্যাম্পে জয়েন করো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close