ক্রীড়া ডেস্ক

  ১১ এপ্রিল, ২০১৯

পগবাকে ছাড়তে চায় না ম্যানইউ

রিয়াল মাদ্রিদে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন পল পগবা। স্প্যানিশ মিডিয়ার দাবি, নতুন মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমাবেন ফরাসি মিডফিল্ডার। এমন খবরে কপালে দুশ্চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশারের।

কারণ পগবাকে ঘিরেই নতুন মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। প্রাণভোমরাকে ঘিরে যেসব গুঞ্জন চাউর হয়েছে, তা নরওয়েন কোচের কর্ণকুহরে পৌঁছেছে। অবস্থা বেগতিক বুঝে মুখ খুললেন ম্যানইউ কোচ। পগবাকে ক্লাব না ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি। সুলশারের বিশ্বাস অন্তত আরো এক মৌসুম ওল্ড ট্রাফোর্ডে থাকবেন ক্লাবের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার।

রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ ম্যানইউ কোচ সুলশার বলেছেন, ‘পগবা এখন রাতের ম্যাচের দিকে তাকিয়ে আছে। আগামী মৌসুমে ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলবে না এটা আমি ভাবতেও পারছি না।’

ইনজুরির কারণে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজির বিরুদ্ধে খেলতে পারেননি পগবা। ফিট হয়ে কাল বার্সার বিপক্ষে মাঠে নামছেন ফরাসি মিডফিল্ডার। তার প্রতি অগাধ আস্থা আছে সুলশারের। তিনি বলেছেন, ‘ও ম্যানইউর ফুটবলার, ও আমাদের বড় ম্যাচের পারফর্মার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close