ক্রীড়া প্রতিবেদক

  ০৭ এপ্রিল, ২০১৯

আলোর মুখ দেখল বাফুফের ফুটবল একাডেমি

অনেক ঢাকঢোল পিটিয়ে সিলেট বিকেএসপিতে ফুটবল একাডেমি খুলে আবার তা বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ অর্থের সংকট! এরপর থেকে কেবল আক্ষেপ আর হাহাকার। আর কি কোনো দিন ফুটবল একাডেমি পাবে না বাংলাদেশের ফুটবল!

ফুটবল একাডেমির জন্য আক্ষেপটা অবশেষে মোচনের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে ফর্টিস গ্রুপ। প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় আবারও ফুটবল একাডেমি চালু করেছে বাফুফে। পরশু আনুষ্ঠানিকভাবে শুরু করেছে পথ চলাও।

গত বছর থেকে একাডেমির জন্য খেলোয়াড় বাছাই করতে ‘ট্যালেন্ট হান্টের’ ব্যবস্থা করেছিল বাফুফে। প্রতিভা অন্বেষণের মাধ্যমে ৬০ জন কিশোর ও তরুণ ফুটবলারদের নিয়ে উদ্বোধন হয় বাফুফের নতুন একাডেমির। অনূর্ধ্ব-১৫ দলের ৩২ ও অনূর্ধ্ব-১৮ দল থেকে ২৮ জন ফুটবলার পাবেন এই একাডেমিতে প্রশিক্ষণের সুবিধা।

ফুটবলারদের প্রশিক্ষণ দানের জন্য আপাতত দেশি কোচদের ওপর ভরসা রাখছে বাফুফে। সাতজন কোচের অধীনে প্রশিক্ষণ পাবে উঠতি ফুটবলাররা। তবে সে তালিকায় খুব দ্রুতই যোগ হবে এক বিদেশি কোচের নাম। তার হাতেই থাকবে একাডেমির দায়িত্ব থাকবে বলে জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মেলি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close