ক্রীড়া প্রতিবেদক

  ০৭ এপ্রিল, ২০১৯

আজ আবাহনী-রূপগঞ্জের উত্তাপ ছড়ানো ম্যাচ

ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার পথে আবাহনী ও রূপগঞ্জ ছুটছে সমানতালে। নয় ম্যাচে আট জয়ে দুদলেরই পয়েন্ট ১৬। এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তারা। শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ সকাল ৯টায় শুরু হবে সেরাদের দ্বৈরথ। দুদলেরই আশা মিরপুরের ২২ গজে হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচ।

সুপার লিগ শুরুর আগে উভয় দলের জন্যই সবচেয়ে গুরুত্ব ম্যাচ এটি। যারা জিতবে তারাই শিরোপার পথে একধাপ এগিয়ে থাকবে। যে কারণে বাড়তি উত্তাপ ম্যাচকে ঘিরে।

বাংলাদেশ দলের একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে গড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিডেট এবারও আসরের ফেভারিট। গত আসরের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জকে অবশ্য তারা বেশ সমীহ করছে। সামর্থ্য অনুযায়ী খেলতে না পারলে জয় পাওয়া যে কঠিন হবে, সেটি সাফ জানিয়ে দিলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। মিরপুরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা তার।

কাগজে-কলমে আমরা অনেক শক্তিশালী, তবে রূপগঞ্জ অনেক ভালো ক্রিকেট খেলছে। সুতরাং প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমরা অনেক ভালো দল। আমরা ম্যাচ জেতার কথা চিন্তা করতেই পারি। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি এবং সব খেলোয়াড় যদি ঠিকমতো জ্বলে ওঠে, তাহলে আবাহনী অনেক শক্তিশালী দল আমি মনে করি।’

‘প্রতিদ্বন্দ্বিতা সব ম্যাচেই হচ্ছে। দু-একটি ম্যাচ ছাড়া গত নয়টি ম্যাচের মধ্যে পাঁচ-ছয়টিতে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যদিও শেষের দিকে আমরা ভালোভাবে জিতেছি, তবে শেষ ম্যাচে আমরা ২২৪ রান তাড়া করতে গিয়ে কঠিন পরিস্থিতিতে ছিলাম, ১৩৫ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল আমাদের। সেখান থেকে অমি (জহুরুল ইসলাম) আর সাইফউদ্দিন দারুণ ব্যাটিং করে ম্যাচ জেতাল। সুতরাং প্রতি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। জয় পাওয়া কঠিন হচ্ছে।’

জয়ের ধারায় থাকা রূপগঞ্জের আসল পরীক্ষাটাই আজ আবাহনীর বিপক্ষে। মাশরাফী, মিঠুন, সৌম্য, সাব্বির, রুবেল, মিরাজ, মোসাদ্দেক, সাইফউদ্দিন, অপু, শান্ত, সানজামুলদের সামনে ব্যাটে-বলে নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জ তাদের। দলটির ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস মনে করেন, আবাহনীকে হারাতে হলে সব বিভাগেই জ্বলে উঠতে হবে তাদের।

‘অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে। আমরা যদি গোছানো পারফরম্যান্স করতে পারি, তাহলে একটা ভালো ম্যাচ হবে। ম্যাচের ফলাফল দিন শেষে বোঝা যাবে।’

কঠিন প্রতিপক্ষ হলেও আবাহনীকে হারিয়ে দেওয়া অসম্ভব মনে করেন না শাহারিয়ার নাফীস। চলতি লিগে আকাশী-নীল শিবির হেরেছে একটি ম্যাচ, সেটি প্রাইম ব্যাংকের কাছে। উদাহারণ টেনে নাফীস বলেন, ‘প্রাইম ব্যাংক তো হারিয়েছে (আবাহনীকে)। অসম্ভব না। দিন শেষে ব্যাটে-বলে খেলা হবে। কাগজ-কলমে অনেক কিছুই হিসাব করতে পারি। অবশ্যই আবাহনী এমন একটা দল যাকে আপনার অবশ্যই সমীহ করে খেলতে হবে। তাদের হিসাবের বাইরে রাখতে পারবেন না। যেটা বললাম, যে-ই গোছানো পারফরম্যান্স করবে সেই টিম জিতবে।’

আজ দশম রাউন্ডের অপর দুই ম্যাচে ফতুল্লায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল উত্তরা স্পোর্টিং ক্লাব। ১২ পয়েন্ট নিয়ে সুপার লিগ প্রায় নিশ্চিত করে ফেলেছে দোলেশ্বর।

হোম ভেন্যুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে বিকেএসপি। আট পয়েন্ট নিয়ে শেখ জামাল অষ্টম ও পাঁচ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বিকেএসপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close