ক্রীড়া ডেস্ক

  ২৬ মার্চ, ২০১৯

অস্ট্রেলিয়ার বড় জয়

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে ২-০ তে সিরিজে এগিয়ে অজিরা। কাল টস জিতে প্রথমে ব্যাট করে মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরির সুবাদে ৭ উইকেটে ২৮৪ রান করে পাকিস্তান। জবাবে ফিঞ্চের সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারিয়েই সহজে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

শারজায় শুরুতে ব্যাট করতে নেমে ইমাম-উল হককে হারায় পাকিস্তান। এরপর শন মাসুদ ফেরেন ১৯ রান করে। হেরিজ সোহেলকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিজওয়ান। কিন্তু তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সোহেল। ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর শোয়েব মালিক যোগ্য সঙ্গী হয়ে ওঠেন রিজওয়ানের। ১২৭ রান আসে এই জুটি থেকে। পরে ৬০ রান করে মালিক সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। তার ১১৫ রানের সুবাদে ২৮৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা হয় দুর্দান্ত। দুই ওপেনার উসমান খাজা আর অ্যারন ফিঞ্চ মিলে গড়েন ২০৯ রানের জুটি। খাজা ৮৮ রান করে আউট হলেও ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। শেষ পর্যন্ত তার অপরাজিত ১৫৩ রানে চড়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close