ক্রীড়া প্রতিবেদক

  ২৬ মার্চ, ২০১৯

আবাহনীর ডার্বি জয়

পরশু মিরপুর একাডেমি মাঠে অনুশীলনেই আবাহনী-মোহামেডান দ্বৈরথের উত্তাপটা আঁচ করা যাচ্ছিল। কিন্তু কাল মাঠের লড়াইয়ে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা হলো না। সাম্প্রতিক স্বাভাবিক ফলটাও অব্যাহত থাকল। এবারের দেখাতেও ঢাকা ডার্বি জিতে নিল আবাহনী লিমিটেড। কাল শেরেবাংলা স্টেডিয়ামে ১৫ বল হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ঢাকা লিগের ৬ ম্যাচের ৫টিতে জিতে শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৮ রান তোলে মোহামেডান। লক্ষ্যটাকে মামুলি বানিয়ে জিতল আবাহনী। দুই ওপেনার জহুরুল ইসলাম ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ১০৫ রান। শাহাদাত হোসেনের বলে বোল্ড হয়ে সৌম্য ফিরলেন ৪৩ রানে। বাঁ-হাতি ওপেনারের আফসোস হতে পারে হাফসেঞ্চুরি হাতছাড়া হওয়ার। আক্ষেপটা একটু বেশিই হলো তার সঙ্গী জহুরুলের। কিন্তু ৪ রানের জন্য সেঞ্চুরি পেলেন না তিনি। তবে ৯৪ রানের ইনিংস তার হাতে তুলে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার।

আগে ব্যাট করতে নেমে ইরফান শুক্কুর ও রকিবুল হাসানের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে মোহামেডান। দারুণ বোলিং করেছেন সাইফউদ্দিন। তবে ১০ ওভারে ৭১ রান দিয়েছেন আবাহনী পেসার রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী-মোহামেডান

মোহামেডান : ৫০ ওভার, ২৪৮/৭ (লিটন ২৭, মজিদ ২৬, ইরফান ৫৭, রকিবুল ৫১, চতুরঙ্গ ৩২, সোহাগ ২৭; সাইফ ৩/৩১, অপু ৩/২৯। আবাহনী : ৪৭.৩ ওভার, ২৩৬/৪ (জহুরুল ৯৬, সৌম্য ৪৩, ওয়াসিম ৩২, শান্ত ১৬, মোসাদ্দেক ১৮*, সাব্বির ২১*; শফিউল ১/৫৪, ২/৫৯, ১/২৭)। ফল : আবাহনী ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা : জহুরুল ইসলাম।

শেখ জামাল-গাজী গ্রুপ ক্রিকেটার্স

শেখ জামাল : ৫০ ওভার, ২৭৭/৬ (ফারদিন ৪৬, নুরুল ৮১*, গুনারতেœ ৭৯; মেহেদি ১/৩৭, রসুল ৩/৩৭, মাইশুকুর ১/১৪)। গাজী গ্রুপ : ৪৭ ওভার, ২৩৪ (শামসুর ৮১, মেহেদি ৬০; খালেদ ৩/৩১, শাকিল ৩/৪৭, গুনারতেœ)। ফল : শেখ জামাল ৪৩ রানে জয়ী। ম্যাচসেরা : আসেলা গুনারতেœ

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-লিজেন্ড অব রূপগঞ্জ

খেলাঘর : ৫০ ওভার, ২৬৪/৩ (রবি ৫৩, মাহিদুল ৭৭, মেনারিয়া ৮৭*; শুভাশিস ১/৫৯, ধাওয়ান ১/৬৫, মুক্তার ১/৪২) । রূপগঞ্জ : ৪৯.২ ওভার, ২৬৮/৫ (মারুফ ১০৮, মোহাম্মদ নাঈম ৭২, মুমিনুল ২৬, নাঈম ২৮*; রবিউল ১/৫৮, মাসুম ১/৪২, মইনুল ৩/৪২)। ফল : রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা : মেহেদী মারুফ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close