ক্রীড়া ডেস্ক

  ২৫ মার্চ, ২০১৯

অঁরি প্রথম দ্বিতীয় রোনালদো

বিবিসির জপিরে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইতিহাস সেরা এক নম্বর হয়েছেন থিয়োরি অঁরি। ভোটে ফরাসি তারকার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও দ্বিতীয় স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

জরিপে ৪৫% ভোট পেয়ে এক নম্বর হন আর্সেনালের ফরাসি কিংবদন্তি অঁরি। ক্যারিয়ারের শেষ বেলায় বার্সেলোনার জার্সি গায়ে তোলার আগে গানারদের হয়ে ২৫৮টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেন অঁরি। এই সময়ে গোল করেছেন ১৭৬। সঙ্গে ৭৬টি অ্যাসিস্ট।

রিয়াল ছেড়ে এই মৌসুমেই জুভেন্টাসে গেছেন রোনালদো। দেশ আর ক্লাব পাল্টালেও পায়ের জাদুতে কোনো পরিবর্তন আসেনি পর্তুগিজ তারকার। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠেছে জুভরা।

ম্যানচেস্টার ছেড়ে মাদ্রিদে পাড়ি জমানোর আগে রেড ডেভিলদের হয়ে ১৯৬ ম্যাচ খেলেন রোনালদো। এই ম্যাচে তিনি গোল করেন ৮৪টি। সঙ্গে আছে ৪৫টি অ্যাসিস্টও।

জরিপে বেশ ভালো ভোট পেয়েছেন সার্জিও আগুয়েরো, দিদিয়ের দ্রগবা ও পিটার স্মাইকেলের মতো ফুটবলারও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close