ক্রীড়া ডেস্ক

  ২৫ মার্চ, ২০১৯

অম্লমধুর স্বাদ সাকিবের

৩২তম জন্মদিনে আইপিএলের দ্বাদশ আসরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে প্রথম ম্যাচটা খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। ম্যাচটা জিততে পারলে উপলক্ষটা ভালোভাবেই উদযাপন করতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ের কাছে হেরে গেলেন সাকিবরা। তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। এক সময়ের প্রিয় দুর্গ ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ হিসেবে ফিরেই হারের স্বাদ পেলেন সাকিব। তবে একসময়ের ঘরের ছেলেকে ভালোভাবেই বরণ করে নিয়েছে কেকেআর। সাকিবের জন্মদিনে নিজেদের মতো করে সম্মাননা জানিয়েছেন তারা।

ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনুকরণে ঘণ্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে ম্যাচ শুরুর ঘোষণা দেওয়া হয় ইডেন গার্ডেন্সেও। প্রতিবার বিশেষ একজন ক্রিকেটার বা ক্রিকেট ব্যক্তিত্বের হাতে তুলে দেওয়া হয় ঘণ্টা বাজানোর দায়িত্ব। জন্মদিনে সম্মাননা জানাতে এবার সেই ঘণ্টা বাজানোর দায়িত্বটা সাকিবকে দিয়েছে ইডেন কর্তৃপক্ষ। সাকিবের ঘণ্টা বাজানোর ভিডিওটি নিজেদের ফেসবুক পেজে ফলাও করেই প্রচার করেছে আইপিএল। জন্মদিনে সাকিবকে খুব করেই জয় উপহার দিতে চাচ্ছিল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত অরেঞ্জ আর্মিদের পূর্ণ হয়নি। জন্মদিনে হারের তিক্ত স্বাদ পেতে হলো বাংলাদেশ অধিনায়ককে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ তোলে হায়দরাবাদ। এই ম্যাচ দিয়ে এক বছর বাদে আইপিএলে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে চাইলেন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিংয়ের কারণে গত মৌসুমে খেলতে পারেননি তিনি। কাল মাঠে ফিরেই ৫৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন চ্যালেঞ্জিং পুঁজি। সাকিব অবশ্য ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পাননি। তবে বল হাতে প্রথম ওভারেই দেখা পান উইকেটের। ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি ফেরান কলকাতার বিধ্বংসী অস্ট্রেলিয়ান ওপেনার ক্রিস লিনকে।

ম্যাচে নায়ক হয়ে জন্মদিনকে রাঙানোর সুযোগ পেয়েছিলেন সাকিব। ওপেনার নিতিশ রানার ৬৮ রান সত্ত্বেও কলকাতার বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় একটা সময় জয়ই দেখছিল হায়দরাবাদ। কিন্তু শেষদিকে ১৯ বলে আন্দ্রে রাসেলের ৪৯ রানের ঝড়ে পায়ের তলায় মাটি পায় স্বাগতিকরা। শেষ ওভারে ব্যবধান নেমে আসে ১২ রানে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বলে সাকিবকে দুই ছক্কা মেরে কলকাতাকে জিতিয়ে দেন শুভমন গিল। তাতে সাকিব হয়ে গেলেন দলের সবচেয়ে খরুচে বোলার। ৩ দশমিক ৪ ওভারে ৪২ রান দিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close