ক্রীড়া ডেস্ক

  ২১ মার্চ, ২০১৯

শেষ প্রস্তুতি ম্যাচে যুবাদের ড্র

কাতারে কন্ডিশনিং ক্যাম্পে শেষ প্রস্তুতি ম্যাচে আল আরাবির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। বাহরাইনে কাল মার্চ থেকে শুরু হওয়া এএফসি অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপে ভালো করার জন্যই কাতারে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ। দশ দিনের এই ক্যাম্পে এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে কাতারের আল শাহানিয়া এফসিকে ১-০ গোলে হারিয়েছিল যুবারা।

এবার শেষ প্রস্তুতি ম্যাচে জয় না পেলেও, হতাশ করেনি জেমি ডে’র দল। দোহার আল আরাবি স্টেডিয়ামে, দ্বিতীয় ম্যাচে, ঘরোয়া লিগের অন্যতম সফল দল আল আরাবির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ ফুটবল দল।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিদের সঙ্গে সমানতালে লড়াই করেছে মতিন মিয়ারা। তবে, ৩৭ মিনিটে হাসান দাদ গোল করে এগিয়ে দেন আল আরাবিকে।

গোল শোধে মরিয়া যুবারা সফলতা পায় ৬১ মিনিটে। দলের হয়ে গোল করেন রকি। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল হয়নি। ১-১ গোলের ড্র নিয়েই কন্ডিশনিং ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close