ক্রীড়া ডেস্ক

  ১৯ মার্চ, ২০১৯

টেস্টেও আফগান ইতিহাস

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় দিন। ব্যাট হাতে রহমত শাহ এবং বলে রশিদ খান। দুজনের ম্যাজিক্যাল ইনিংসে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টেস্টে প্রথমবার জয় তুলে নিয়েছে আফগানিস্তান। সেই সঙ্গে এটা আফগান প্রথম টেস্ট সিরিজ জয়ও।

সাম্প্রতিক সময়ে ক্রিকেট দুনিয়ায় একের পর ইতিহাস নতুন করে লিখছে আফগানিস্তান। ওয়ানডে, টি-টোয়েন্টির রঙিন পোশাকে সাফল্যের পর এবার সাদা পোশাকেও ইতিহাস লিখল যুদ্ধবিধ্বস্ত আফগানরা।

দুই ইনিংসেই দুটি অর্ধশতরান (৯৮, ৭৬) হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন রহমত শাহ। অন্যদিকে স্পিন ভেলকিতে আইরিশদের মাত করেছেন রশিদ। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে আইরিশ ব্যাটিংয়ের ভিত নাড়িয়ে দেন আফগান এ লেগস্পিনার। টেস্টে এটা রশিদের প্রথম পাঁচ উইকেট শিকার। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট পেয়েছেন আফগান তারকা।

২০১৭ সালে টেস্ট খেলিয়ে দেশের তকমা পাওয়ার পর নিজেদের দ্বিতীয় টেস্টে জয়ের মুখ দেখল আফগানিস্তান। এর আগে ২০১৮ সালে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলেছিল রশিদরা। ভারতের বিরুদ্ধে সেই টেস্টে অবশ্য আফগানদের হারের মুখ দেখতে হয়েছিল ইনিংস ও ২৬২ রানে।

দেরাদুনে এক ম্যাচের টেস্ট সিরিজে টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৭২ রান তোলে আইরিশরা। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ নবি, ইয়ামিন আহমেদজাই।

জবাবে রহমত শাহের ৯৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১৪ রান তোলে আফগানিস্তান।

অধিনায়ক আসগর আফগান ৬৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে এরপর রাশিদের ৫ উইকেটের সুবাদে আইরিশদের ২৮৮ রানে বেঁধে রাখে আফগানিস্তান।

জয়ের জন্য আফগাস্তিানের লক্ষ্য দাঁড়ায় ১৪৭ রান। রহমতের ৭৬ রানের দামি ইনিংসে ভর করে তিন উইকেট হারিয়েই প্রযোজনীয় রান তুলে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় আফগানিস্তান। ইহসানউল্লাহ অপরাজিত থাকেন ৬৫ রানে।

টেস্ট মর্যাদা পাওয়ার আট মাসের ব্যবধানেই জয়ে স্বাদ পেল আফগানিস্তান। টেস্ট দুনিয়ায় এ এক অনন্য রেকর্ড। পাকিস্তান ও ইংল্যান্ডের পাশাপাশি আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ জয় দ্বিতীয় দ্রুততম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close