ক্রীড়া ডেস্ক

  ১৬ মার্চ, ২০১৯

তামিমের সাথে আফ্রিদির কথা

দশ মিনিট দেরিতে মসজিদে পৌঁছেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্রাইস্টচার্চেল যে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন, সেখানেই হয়েছে ভয়াবহ সন্ত্রাসী হামলা। একটু এদিক-ওদিক হলেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেট দল নিঃশেষ হয়ে যেত সন্ত্রাসীদের গুলিতে। হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নিন্দার ঝড়। সে তালিকায় নাম লিখিয়েছেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও আছেন তাদের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কাল একটা বার্তা দিয়েছেন আফ্রিদি। সেখানে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় বিস্ময় কুকাননি এই ক্রিকেটার। সেই সঙ্গে বাংলাদেশ দলের যেকোনো ক্ষতি হয়নি, এতে স্বস্তি প্রকাশ করেছেন। বিশ্বব্যাপী ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন আফ্রিদি। তবে অন্যদের মতো টুইট করে ক্ষোভ ঝেড়ে নিজের দায়িত্ব সম্পন্ন করেননি। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে নিজে যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন তারা নিরাপদেই আছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close