ক্রীড়া ডেস্ক

  ১২ মার্চ, ২০১৯

কোহলিদের বিরুদ্ধে পিসিবির অভিযোগ

রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আর্মি ক্যাপ মাথায় দিয়েছিল ভারত। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে করা তাদের ব্যতিক্রমী উদ্যোগ অবশ্য ভালো চোখে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয়দের এমন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি।

জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট পদ পাওয়া ধোনির উদ্যোগেই ঘটনাটি ঘটেছে। তিনি ভারতীয় দলের সবাইকে আর্মি ক্যাপ বিতরণ করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন বাহিনীর অন্তত ৪০ সদস্য। সে হামলার দোষ ভারত পাকিস্তানের ওপর চাপাচ্ছে।

সেই মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে ওই উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ও বিরাট কোহলির দল। এমন পদক্ষেপের আগে আইসিসির অনুমতিও নেয় তারা। কিন্তু পিসিবি বিষয়টিকে রাজনৈতিক উসকানি হিসেবে মনে করছে। পিসিবির চেয়ারম্যান এহসান মানি ক্ষোভ নিয়ে বলেছেন, ‘আমরা বিষয়টি আইসিসির কাছে তুলে ধরেছি। এ বিষয়ে আমাদের অবস্থান যে স্পষ্ট, তা আইসিসির কাছেও পুরোপুরি পরিষ্কার। আমরা মনে করি ক্রিকেট এবং ক্রীড়াঙ্গন কোনোভাবেই রাজনীতির জন্য নয়। এটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।’

ক্রিকেটে রাজনীতিকরণ বা এমন কিছুকে ব্যবহারের বিরুদ্ধে বিধিনিষেধ আছে আইসিসির। সেই নিয়মকে সামনে রেখে এহসান মানি ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close