ক্রীড়া প্রতিবেদক

  ১১ মার্চ, ২০১৯

বিশ্বকাপে চোখ তাসকিনের

দুঃস্বপ্ন পেছনে ফিরে জাতীয় দলে ফিরেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু মাঠে আর ফিরতে পারেননি তিনি। ইনজুরি নিয়ে নির্বাসনে চলে গেছেন ডানহাতি এই পেসার। আপাতত পুনর্বাসন চলছে তার। আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ফিট হয়ে ওঠবেন বলে আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। কাল আশার কথা শোনালেন তাসকিনও। বাংলাদেশি পেসারের বিশ্বাস ত্রিদেশীয় সিরিজের আগেই ফিট হয়ে ওঠবেন তিনি, ‘আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি। ব্যথাও কমেছে। এভাবে চললে কয়েক দিনের মধ্যে দৌড়াতেও শুরু করব। এতে সমস্যা না হলে বোলিং শুরু হয়ে যাবে। আশা করছি এপ্রিলের প্রথম সপ্তাহেই ফিরতে পারব।’

তবে ইনজুরি নয়, তাসকিনের ভাবনায় এখন শুধুই বিশ্বকাপ। টাইগার পেসার আশাবাদী দলের সঙ্গে ইংল্যান্ডে যাচ্ছেন তিনি। কাল প্রতিদিনের সংবাদকে তাসকিন বলেছেন, ‘আমি আশাবাদী বিশ্বকাপ খেলব। গত বিশ্বকাপের রেকর্ড দেখেন আমার উইকেট সবচেয়ে বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) ৩২ ম্যাচে ৪৫ উইকেট পেয়েছি আমি। হ্যাঁ, এটা ঠিক আমার কিছু ম্যাচ খারাপ হয়েছে।’ আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ফাইনালে খেলার সামর্থ্য রাখেন বলে মনে করেন তাসকিন, ‘অনেক বড় টুর্নামেন্টে আমরা নিজেদের প্রমাণ করেছি। ফাইনাল খেলার সামর্থ্য আছে আমাদের। তবে বাজে কিছু হলে সেমিফাইনাল খেলব। তবে প্রথম রাউন্ডে বাদ হব না এটা আমার আত্মবিশ্বাস।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close