ক্রীড়া প্রতিবেদক

  ১০ মার্চ, ২০১৯

সাবিনাদের দুশ্চিন্তা ভারতকে নিয়ে

কাল সংবাদ সম্মেলনে কথা বলেন কোচ গোলাম রব্বানী ছোটন, পাশে অধিনায়ক সাবিনা। ইদানিং মেয়েদের ফুটবলে সাফল্যের পথে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা ভারত। সাফ ফুটবলও তার ব্যতিক্রম নয়। ১২ মার্চ নেপালে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার পঞ্চম আসরে ভারতকে নিয়ে দুশ্চিন্তা কোচ ছোটন ও সাবিনা খাতুনের কণ্ঠে।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল ও ভুটান। ‘বি’ গ্রুপে খেলবে টানা চারবারের চ্যাম্পিয়ন ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে ভারতকে সেমিফাইনালে এড়ানোর সম্ভাবনা উজ্জ্বল।

বাংলাদেশ কোচের লক্ষ্যও সেটাই। কাল সংবাদ সম্মেলনে ছোটন বলেন, ‘আমরা ভুটানকে বড় ব্যবধানে হারাতে চাই। তারপর নেপালের সঙ্গে ভালো ফল করে শেষ চারে ভারতকে এড়াতে চাই। আর তাহলেই ফাইনালের পথ সহজ হবে আমাদের জন্য।’

অধিনায়ক সাবিনাও ভারতকে নিয়ে চিন্তিত, ‘ভারত শক্তিশালী দল। তবে তাদের সঙ্গে আমাদের মূল পার্থক্য অভিজ্ঞতায়। ভারতের এমন খেলোয়াড়ও আছে যাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের চেয়ে আমাদের দলের কয়েকজনের বয়স কম!’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close