ক্রীড়া ডেস্ক

  ১০ মার্চ, ২০১৯

জুভেন্টাসের সহজ জয়

আগামী ৩ মার্চ শেষ ষোলোর ফিরতি লেগের আগে অনুশীলনটা দারুণভাবে সেরেছে জুভেন্টাস। পরশু ঘরের মাঠ তুরিনে মইস কিনের জোড়া গোলে উদিনেসকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। এই জয়ে ইতালিয়ান সিরি’এ লিগে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা ধরে রাখার অভিযানে আরেক ধাপ এগিয়ে গেছে তুরিনের বুড়িরা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১৯ পয়েন্ট বাড়িয়ে নিয়েছে জুভেন্টাস।

চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত অপরাজিত জুভদের ২৭ ম্যাচে সংগ্রহ ৭৫ পয়েন্ট। ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলির। ৪৮ পয়েন্ট তিনে আছে এসি মিলান। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চারে নেমে গেছে ইন্টার মিলান।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচকে সামনে রেখে কোচ অ্যালেগ্রি পরশু বিশ্রাম দিয়েছিলেন একাদশের মূল তারকাদের। ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো, পাওলো দিবালা, মারিও মানজুকিচ, বোনুচ্চি ও চিয়েল্লিনিরা। তবে অভিজ্ঞদের অভাবটা বুঝতে দেয়নি টিনএজ ফরওয়ার্ড কিন। ম্যাচের ১১ মিনিটে এই ১৯ বছর বয়সি ইতালিয়ানের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৩৯ মিনিটে জুভরা ব্যবধান দ্বিগুণ করেন তার গোলে। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এমরে কান। ৭১ মিনিটে উদিনেসের জালে শেষ বলটি জড়িয়ে দেন ব্লেইজ মাতুইদি। ৮৪ মিনিটে কেভিন লাসাগনার গোলে ব্যবধান কমায় উদিনেস।

সিরি’এ লিগে দারুণ ছন্দে থাকলেও জুভেন্টাসকে চোখ রাঙাচ্ছে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার শঙ্কা। শেষ আটে ওঠার লড়াইয়ের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে হেরেছে তারা। কোয়ার্টারে ফাইনালে যেতে হলে ফিরতি লেগে ৩-০ ব্যবধানে জিততে অ্যালেগ্রির শিষ্যদের। তবে এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়ানো তুরিনের বুড়িদের এখন একমাত্র আশা, ম্যাচটি তারা খেলবে ঘরের মাঠ তুরিনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close