ক্রীড়া প্রতিবেদক

  ১০ মার্চ, ২০১৯

শরীফুলের ক্যারিয়ারের সেরা বোলিং

মোহামেডানের নাটকীয় জয়

ঢাকা প্রিমিয়ার লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে কাল ২ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ১৯৫ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। জবাব দিতে নেমে শুরুতে সুবিধা করতে পারছিল না প্রাইম ব্যাংক। তবে বোলিংয়ের পর ব্যাট হাতেও জ্বলে ওঠা আরিফুল হকের নৈপুণ্যে শেষ বৈতরণী পার হয় দলটি। ছয় নম্বরে নেমে তার অপরাজিত ৩২ রানের সুবাদে জয় পায় প্রাইম ব্যাংক। তার আগে বল হাতে ২৪ রানে ৪ উইকেট নেন আরিফুল।

টস হেরে ব্যাটিংয়ে নামা খেলাঘর শুরুতে উইকেট খুব বেশি না হারালেও ধুকেছে রান তুলতে। নতুন বলে প্রাইম ব্যাংকের পেসার আল আমিন হোসেন ফিরিয়ে দেন ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কনকে।

প্রথম পরিবর্তন পেসার হিসেবে আক্রমণে এসে আরিফুল হক ছিলেন প্রায় নিখুঁত। প্রথম ৫ ওভারের প্রতিটিতে দিয়েছেন কেবল ১ রান করে। নিয়েছেন ওপেনার রবিউল ইসলাম রবি ও চারে নেমে দারুণ শুরু করা মোসাদ্দেক ইফতেখারের উইকেট।

খেলাঘরের সেরা জুটি ছিল চতুর্থ উইকেটে। অমিত মজুমদার ও অশোক মেনারিয়া তোলেন ৫৬ রান। দীর্ঘক্ষণ উইকেট আগলে রাখা অমিত ৭০ বলে ৩৬ করে ফেরেন আবদুর রাজ্জাকের বলে। ৪২ বলে ৩৫ রান করা মেনারিয়াকে থামান অলকা কাপালি।

প্রাইম ব্যাংকের রান তাড়ার শুরুটা দেখে বোঝা যায়নি এতটা ভুগতে হবে জিততে। উদ্বোধনী জুটিতে এনামুল হক ও রুবেল মিয়া দলকে এনে ৬৩ রানের জুটি। কিন্তু ৩৭ রান করে অধিনায়ক এনামুল ৪৬ রান করে রুবেল ফিরে গেলে পথ হারায় প্রাইম ব্যাংক। মিডল অর্ডারের ব্যর্থতায় ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। হাল ধরেন আরিফুল। নাহিদুল ইসামের (৩১) সঙ্গে জুটি বেধে দলকে জয় এনে দেন তিনি।

দিনের আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম রাউন্ডে ৯ উইকেটে জিতেছে দোলেশ্বর। শাইনপুকুরে দেওয়া ১৭৬ রানের লক্ষ্য ৩৮ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। সহজ জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করল ফরহাদ রেজার দল।

অন্য ম্যাচে শফিউল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিং ও অধিনায়ক রকিবুল হাসানের ব্যাটিং বীরত্বে জিতেছে মোহামেডান। বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শফিউল ঝড়ে ১৮৩ রানের লক্ষ্য দেয় গাজী গ্রুপ ক্রিকেটাস। জবাবে হাতে ৩ উইকেট রেখে ২৮ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রকিবুলের দল। ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা শফিউল।

সংক্ষিপ্ত স্কোর

শাইনপুকুর-প্রাইম দোলেশ্বর

শাইনপুকুর : ৪৭.১ ওভার ১৭৫ (শুভ ৫, সাব্বির ৩১, আফিফ ১৩, হৃদয় ৩৩, শুভাগত ২, যশপাল ১, ধীমান ২৪, দেলোয়ার ৪০*, টিপু ১৪, সুজন ৩, শরিফুল ১; সানি ২/৩১, রেজা ৩/৩২, মাহমুদুল ১/১৮, সৈকত ০/৪, নাসিম ০/৩৬, এনামুল জুনিয়র ১/৩৬, তাইবুর ০/১৫)

প্রাইম দোলেশ্বর : ৪৩.৪ ওভার ১৭৬/১ (সৈকত ২৩, সাইফ ৮৩*, ফরহাদ ৬৬*; সুজন ০/২৬, শরিফুল ০/৩৩, দেলোয়ার ০/১৭, শুভ

১/১৮, টিপু ০/২৩, শুভাগত ০/২২,

আফিফ ০/২৬, যশপাল ০/৯)

ফল : প্রাইম দোলেশ্বর ৯ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : সাইফ হাসান

গাজী গ্রুপ ক্রিকেটার্স-মোহামেডান

গাজী গ্রুপ : ৪৫.২ ওভার ১৮২ (মেহেদী ১, ইমরুল ৭, রনি ০, শামসুল ০, রসুল ৬, রায়হান ২, তারেক ৫৬, শামসুল ৭১*, আবু হায়দার ২৬, রাব্বি ২, রুহেল ০; শফিউল ৫/৩২, আলাউদ্দিন ১/২২, সাকলাইন ০/৩৬, সোহাগ ২/১৭, বিপুল ০/৪৫, আশরাফুল ১/২৮)

মোহামেডান : ৪৫.২ ওভার ১৮৩/৭ (অভিষেক ২৪, মজিদ ১৩, রকিবুল ৮২*, শুক্কুর ০, নাদিফ ১, বিপুল ৯, সোহাগ ২৯, আলাউদ্দিন ১৪*; রুহেল ২/৩২, আবু হায়দার ০/৩৭, রাব্বি ২/১৯, মেহেদী ০/৩৬, রসুল ০/২৭, রায়হান ১/২৫)

ফল : মোহামেডান ৩ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : শফিউল ইসলাম

খেলাঘর-প্রাইম ব্যাংক

খেলাঘর : ৪৬.৫ ওভার ১৯৫ (রবি ১৬, অঙ্কন ৪, অমিত ৩৬, ইফতেখার ১৯, মেনারিয়া ৩৫, নাজিমউদ্দিন ২৯, মাসুম ১৭, রবিউল ১৪*, ইরফান ১, তানভির ৫; মোহর ০/৪২, আল আমিন হোসেন ১/২৭, আরিফুল ৪/২৪,

রাজ্জাক ১/২৮, অলক ৩/২০)।

প্রাইম ব্যাংক : ৪৭ ওভার ১৯৬/৮ (এনামুল ৩৭, রুবেল ৪৬, সুদিপ ১৪, জাকির ৬, আল আমিন ১২, আরিফুল ৩২*, অলক ৪, নাহিদুল ৩১, মোহর ৬, রাজ্জাক ১*; রবিউল ২/৪০, ইরফান ৩/৪০, মাসুম ১/২৬, ইফতেখার ১/২১, রবি ১/১৬,।

ফল : প্রাইম ব্যাংক ২ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : আরিফুল হক

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close