ক্রীড়া ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৯

নিষিদ্ধ হচ্ছেন নেইমার?

চোট-পুনর্বাসন প্রক্রিয়া এখনো শেষ হয়নি নেইমারের। তিনি ছিলেন ব্রাজিলের রিও কার্নিভ্যালে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটার জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন পিএসজি কর্মকর্তারা। গত বুধবার প্যারিসের মাঠে বসে সেই নেইমার একদমই মেনে নিতে পারেননি শেষ মুহূর্তে নিজের দলের হার। যে হার চ্যাম্পিয়নস লিগে আরো একবার হতাশ করেছে ফরাসি জায়ান্টাদের।

ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের পুরো রাগটা গিয়ে পড়েছে রেফারি ও ভিএআরের ওপর। মিডিয়ার খবর, ম্যাচ শেষ হতেই নেইমার চলে গিয়েছিলেন টানেলে, ম্যাচ অফিসিয়ালদের অফিসের দিকে। রেফারি দারিও স্কোমিনার উদ্দেশে চিৎকার করতে করতে যাওয়ার সময় পিএসজির কর্মকর্তারাই তাকে আটকে রাখেন।

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি আবার রাগে একটি দরজাই ভেঙে ফেলেছেন স্টেডিয়ামের। সামনাসামনি রেফারিকে কিছু বলতে না পেরে ইনস্টাগ্রামে নেইমারের মন্তব্য, ‘এটা কলঙ্ক। চারজন ফুটবল না জানা লোককে ভিএআরের রিপ্লে দেখতে বসানো হয়েছে। এটা মোটেই পেনাল্টি নয়। এটা কীভাবে পেনাল্টি হয়! বল তো লেগেছে পিঠে।’

এরপর ঘটনার বেশ কটি ছবি দিয়ে রেফারির উদ্দেশে যা লিখেছেন, তা ছাপার অযোগ্য। এমন মন্তব্যের জন্য নিষেধাজ্ঞায় কবলে পড়তে পারেন পিএসজি তারকা। উয়েফার এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি শাস্তি দিতে পারে নেইমারকে। যদিও সেটা কার্যকর হবে পরের মৌসুমে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ে গেছে তার দল।

ইউরোপিয়ান মিডিয়ার খবরে বলা হচ্ছে, ডিসিপ্লিনবিষয়ক কোডের ১১ ধারা লঙ্ঘন করেছেন নেইমার। যার জন্য এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।

আগামী ২৮ মার্চ বসছে উয়েফার বৈঠক। সেখানে আলোচনার জন্য নেইমারের বিষয়টি এরই মধ্যে নথিবদ্ধ করা হয়েছে। তবে পিএসজি না মানলেও উয়েফা জানিয়েছে রেফারি সিদ্ধান্তটি সঠিক। কিমবাপ্পের ‘হাত নিকটে’ ছিল না জানিয়েছে ইউরোপ ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তারা আরো জানায়, ‘রেফারি সঠিক সিদ্ধান্তই দিয়েছে। তা নিয়ে প্রভাব খাটানো অপ্রত্যাশিত।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close