ক্রীড়া প্রতিবেদক

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা প্রিমিয়ার লিগ

আজ প্লেয়ার ড্রাফট

টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের গুটিয়ে নিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ভুগছেন ইনজুরিতে। জাতীয় দলে থাকা অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদউল্লাহ খেলবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এই দুজনই প্রতিযোগিতার এবারের আসরে পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ৩৫ লাখ টাকা করে। এ ছাড়া আরো ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট।

আজ রাজধানীর অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হবে ঢাকা লিগের রোমাঞ্চকর প্লেয়ার ড্রাফট। ড্রাফটের আগেই সবশেষ আসর থেকে প্রতিটি দল তিনজন করে খেলোয়াড় ধরে রেখেছে। কাল সেই তালিকা প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। গত আসরে রেকর্ড সর্বোচ্চ ৩৯ উইকেট নেওয়া মাশরাফি বিন মর্তুজাকে ধরে রেখেছে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্তকেও (৭৪৯ রান) রেখে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ছাড়া স্পিন অলারাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে ধরে রেখেছে তারা। অথচ যার নেতৃত্বে শিরোপা জিতেছিল দল, সেই নাসির হোসেনকে ছেড়ে দিয়েছে ধানম-ির ক্লাবটি। জাতীয় দলের প্রায়সব খেলোয়াড়কে লিগের পুরো সময় পাওয়া যাবে না বলে তাদের ছেড়ে দিয়েছে দলগুলো।

ধরে রাখা ক্রিকেটার:

আবাহনী : মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত। শেখ জামাল : জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার। লিজেন্ডস অব রূপগঞ্জ : নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান। প্রাইম দোলেশ্বর : ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি। খেলাঘর : রবিউল ইসলাম মাহিদুল ইসলাম, তানভির ইসলাম। গাজী গ্রুপ ক্রিকেটার্স : ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি। মোহামেডান : রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর। প্রাইম ব্যাংক : আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন। শাইনপুকুর : শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়। ব্রাদার্স ইউনিয়ন : জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি।

ড্রাফটের আগে নেওয়া :

উত্তরা স্পোর্টিং ক্লাব: নাজমুল ইসলাম, সাব্বির রহমান, সানজামুল ইসলাম। বিকেএসপি : শামিম হোসেন, আকবর আলি, পারভেজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close