ক্রীড়া ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

পরিকল্পনা কাজে লাগাতে পারছে না টাইগাররা

২০১৬ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল। প্রায় তিন বছরের মধ্যে আরেকটা হোয়াইটওয়াশের মুখে এসে দাঁড়িয়েছে টাইগারা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেলেন মাশরাফিরা। সমস্যাটা কোথায়? সাব্বির অবশ্য কোনো সমস্যা দেখছেন না।

কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। কাল ক্রাইস্টচার্চেও তাই। প্রথম ম্যাচে হারের পেছনে বড় কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা, দ্বিতীয় ম্যাচেও সেটির পুনরাবৃত্তি। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারের ব্যাখ্যায় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাব্বির রহমান শুরুতে বলে নিলেন, ‘কোনো সমস্যা নেই।’ পরে অবশ্য ব্যর্থতার ব্যাখ্যায় বারবার পরিকল্পনা কাজে লাগাতে না পারার কথাই বললেন।

গত ম্যাচের মতো আজও ব্যাটিং বিপর্যয়, দ্রুত টপ অর্ডার ধসে পড়া। ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশ যে স্কোর ২০০ পার করতে পেরেছে, এতে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ মিঠু-সাব্বির রহমানের যোগ করা ৭৫ রানের জুটির বড় অবদান। ৪৩ রান করা সাব্বিরের কাছে যখন জিজ্ঞেস করা হলো, ব্যাটসম্যানদের সমস্যা কোথায়? এ প্রশ্নে তার ব্যাখ্যা, ‘আমি তো কোনো সমস্যা দেখছি না। ওরা ভালো বোলিং করেছে। আমরা কিছু শট ভুল খেলেছি, এ কারণে আউট হয়েছি তাড়াতাড়ি। আশা করি এটার পুনরাবৃত্তি হবে না। পরের ম্যাচ থেকে আশা করি ভালো করব।’

বিপিএল খেলেই খেলোয়াড়দের উড়াল দিতে হয়েছে নিউজিল্যান্ডে। কন্ডিশনের সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেননি, সেটিও বলছেন না সাব্বির। বাংলাদেশ দলের এ লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান পরিকল্পনা কাজে না লাগানোর কথাটাই বড় করে দেখছেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, ঠিক তা না। সবই ঠিক আছে। পরিকল্পনা কাজে লাগাতে পারছি না। যদি কাজে লাগাতে পারি সামনে ভালো ক্রিকেট খেলব। পরের ম্যাচে ধবলধোলাই ঠেকিয়ে চেষ্টা করব ব্যবধানটা ২-১ করতে।’ সাব্বির বলছেন, পরিকল্পনা কাজে লাগাতে পারছেন না। কিন্তু কেন কাজে লাগাতে পারছেন না সেটির ব্যাখ্যা তার জানা নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close