ক্রীড়া ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

ইউরোপা লিগ

হারল শুধু আর্সেনাল

উয়েফা ইউরোপা লিগের শেষ বত্রিশের প্রথম লেগে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফেভারিট দুই দল ইন্টার মিলান ও চেলসি। তবে হোঁচট খেয়েছে আর্সেনাল। পরশু বাতে বারিসভের মাঠে ১-০ গোলে হেরে গেছে উত্তর লন্ডনের ক্লাবটি। অবশ্য আর্সেনাল না পারলেও অ্যাওয়ে ম্যাচ থেকে জয় নিয়ে ঘরে ফিরেছে ইন্টার মিলান ও চেলসি। র‌্যাপিড ভিয়েনার মাঠে মার্টিনেজের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাবটি। সুইস ক্লাব মালমোকে চেলসি হারিয়েছে ২-১ গোলে।

বাতে বারিসভের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিটে গোল হজম করে আর্সেনাল। উল্টো ৮৫ মিনিটে দশ জনের দলে নেমে আসে আর্সেনাল। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলেক্সান্ডার লাকাজেত্তে। তাই পারের ম্যাচে মাঠে নামতে পারবেন না ফরাসি তারকা। অপ্রত্যাশিত এই হারে শেষ ষোলোতে যাওয়ার পথটা কঠিন হয়ে উঠল আর্সেনালের জন্য। তবে পরের রাউন্ডে এক পা দিয়ে ফেলেছে তাদের প্রতিবেশী ক্লাব চেলসি। দলের পক্ষে গোল দুটি করেছেন রস বার্কলি ও অলিভার জিরার্ড। ৮০ মিনিটে ক্রিশ্চিয়ানসেন ব্যবধান কমালেও মালমোর হার এড়াতে পারেননি।

ফলাফল

বাতে বারিসভ ১-০ আর্সেনাল

ক্রাসনোডার ০-০ লেভারকুজেন

গালাতাসারাই ১-২ বেনফিকা

লাৎসিও ০-১ সেভিয়া

অলিম্পিয়াকস ২-২ ডায়নামো কিভ রেঁনে ৩-৩ রিয়াল বেটিস

র‌্যাপিড ভিয়েনা ০-১ ইন্টার মিলান

স্লাভিয়া প্রাগ ০-০ গেঙ্ক

সেল্টিক ০-২ ভ্যালেন্সিয়া

ক্লাব ব্রুগি ২-১ সালবার্জ

মালমো ১-২ চেলসি

শাখতার দানেৎস্ক ২-২ ফ্র্যাঙ্কফুর্ট

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close