ক্রীড়া ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

সমতায় ফিরতে চান মাশরাফি

নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে কখনো জয়ের পতাকা ওড়েনি বাংলাদেশ ক্রিকেট দলের। এবার ব্ল্যাক ক্যাপসদের দুর্গ জয় করার স্বপ্নে নতুন করে পাড়ি জমিয়েছে টাইগাররা। কিন্তু এই যাত্রার শুরুটাও ভালো হলো না। জয় তো দূরের কথা, নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেননি মাশরাফি অ্যান্ড কোং। কাল প্রথম ওয়ানডেতে কিউইদের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুর ভয়াবহ বিপর্যয় সামলে কোনো রকম দলীয় সংগ্রহ দুশো ছাড়িয়েছে টাইগাররা। কিউইদের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে ২৩২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। লক্ষ্যটাকে বড্ড মামুলি বানিয়ে জিতে নেয় নিউজিল্যান্ড। মাঠে এমন নিঃশর্ত হারের পর ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকেও এক ধরনের আত্মসমর্পণ করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হারের কোনো অজুহাত খুঁজলেন না তিনি। দলের ব্যাটিং বিভাগ যে ব্যর্থ হয়েছে, সেটা মেনে নিয়েছেন টাইগার দলপতি। বলেছেন, ‘আমরা ব্যাটিংয়ে খারাপ করেছি। শুরুতেই বেশি উইকেট হারিয়ে ফেলেছি। আমাদের এখন ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করতে হবে।’

বরাবরই নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশের জন্য কঠিন। সেটা আরো চ্যালেঞ্জিং করে তুলেছে সময় সীমাবদ্ধতা। বিরূপ কন্ডিশনে ব্যাট-বলের লড়াইয়ের আগে পর্যাপ্ত যে সময়টুকু দরকার ছিল, সেটা পায়নি টাইগাররা। সফরের একমাত্র প্রস্তুতিটা যখন হয়েছে, তখন দলের একটা অংশ ছিলেন আকাশপথে; উড়োজানে। তবে এটাকে ঢাল হিসেবে দাঁড় করাতে নারাজ অধিনায়ক মাশরাফি। বলেছেন, ‘এই কন্ডিশনে খেলাটা আমাদের জন্য একটু কঠিন। দেশের সঙ্গে সাত ঘণ্টার সময়ের পার্থক্য। কমপক্ষে এক সপ্তাহ আগে এখানে এলে ভালো হতো। কন্ডিশনের সঙ্গে ঠিকমতো খাপ খাওয়াতে পারতাম।’

নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে একটা পর্যায়ে মনে হচ্ছিল কালকের নেপিয়ারের ছিল ব্যাটিং স্বর্গ। অথচ এমন ব্যাটিংবান্ধব উইকেটে ধসে পড়েছে টাইগারদের টপঅর্ডার। শুধু ব্যাটিং নয়, বোলিংটাও যে বাংলাদেশের ভালো হয়েছে তা নয়। মাশরাফিদের হারের ব্যবধান আরো কমিয়ে আনতে পারতেন বোলাররা। তবু মুস্তাফিজ-মিরাজদের পারফরম্যান্সে খুশি ‘নড়াইল এক্সপ্রেস’, ‘তুলনামূলকভাবে বোলিংটা আজ (বুধবার) ভালো হয়েছে। কিন্তু ২৩২ রানটা তো কোনোমতেই যথেষ্ট ছিল না।’

মাশরাফি আরো বলেছেন, ‘আজকে ব্যাটিং ভুগিয়েছে আমাদের। আমরা শুরুতে অনেক বেশি উইকেট হারিয়েছি। ওরা ভালো বোলিং করেছে তবে আমরা একটু বেশিই উইকেট হারিয়েছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close