ক্রীড়া ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

‘বিশ্বকাপেই ভারত বাধা কাটবে’

বিশ্ব ক্রিকেটের সেরা মঞ্চে এ পর্যন্ত ছয়বার ভারত-পাকিস্তন মুখোমুখি হয়েছে দুদেশ। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপে এখনো পর্যন্ত শেষ হাসি হাসতে পারেনি ইমরান খানের দেশ। তবে ইতিহাস বদলাতে পারে এবার। সরফরাজ আহমেদের দল আসন্ন বিশ্বকাপে প্রস্তুত ভারতকে হারাতে। বিশ্বকাপে ভারত বাধা কাটার কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খান। একটি সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বজয়ী দলের সদস্য জানান, মিথ ভেঙে আসন্ন বিশ্বকাপে প্রতিবেশ দেশকে হারাতে তৈরি পাকিস্তান। আগামী ১৬ জুন বিশ্বকাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুদেশ। আর সরফরাজের নেতৃত্বাধীন দলের সাম্প্রতিক যা অবস্থান, তাতে শক্তিশালী ভারতকে না হারানোর কোনো কারণ নেই বলে মনে করেন মঈন। ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী দেশের সাবেক প্রধান নির্বাচক এর পেছনে কিছু কারণ দেখিয়েছেন। তার মতে, ‘সরফরাজ আহমেদের দলে বর্তমানে এমন কিছু প্রতিভা রয়েছে, যা ভারতের বিরুদ্ধে তাদের জয় এনে দিতে সক্ষম।’

মঈনের আরো মত, ‘ইংল্যান্ডের মাটিতে কয়েক বছর ধরে যথেষ্ট ভালো ফলাফল করছে পাকিস্তান।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close