ক্রীড়া ডেস্ক

  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

ইংল্যান্ড ফুটবলে শোকের ছায়া

ফুটবল বিশ্বে একটি নক্ষত্রের পতন হলো কাল। ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইংল্যান্ডকে ১৯৬৬ বিশ্বকাপ জেতানো কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাংকস। ফিফার ছয়বারের সেরা এই গোলরক্ষক নিজ বাসভূমে ঘুমের মধ্যে প্রাণ হারান। ইতিহাস সাক্ষী ব্যাংকসের মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল বিশ্বে।

সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে গণ্য করা হয় ব্যাংকসকে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল অ্যান্ড হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্সের বিচারে ব্যাংকসই বিংশ শতকের দ্বিতীয় শ্রেষ্ঠ গোলরক্ষক। তার আগে আছেন রাশিয়ার দুর্ভেদ্য প্রাচীর খ্যাত লেভ ইয়াসিন।

ইংল্যান্ডের জার্সিতে ৭৩টি ম্যাচ খেলা ব্যাংকস ১৯৬৬ সালে দেশকে বিশ্বকাপ জেতান। ব্যাংকস আজীবন স্মরণীয় হয়ে থাকবেন ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পেলের শট অনবদ্যভাবে বাঁচিয়ে দেওয়ার জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close