reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

একনজরে পরিসংখ্যান

সর্বোচ্চ ওয়ানডে : মুশফিকুর রহিম (১৭)। সর্বোচ্চ রান : ইমরুল কায়েস (৪১১)। সর্বোচ্চ স্কোর : সাকিব আল হাসান (১০৬)। সর্বোচ্চ হাফ সেঞ্চুরি : তামিম ইকবাল (৪)। সর্বোচ্চ সেঞ্চুরি : ইমরুল কায়েস ও সাকিব আল হাসান (১)। সর্বোচ্চ চার : তামিম ইকবাল (৪৮)। সর্বোচ্চ ছক্কা : মুশফিকুর রহিম (৮)। সর্বোচ্চ উইকেট : সাকিব আল হাসান (২৯)

সর্বোচ্চ বোলিং : সাকিব আল হাসান (৮২৬ বল)। ম্যাচ সেরা বোলিং : রুবেল হোসেন (৬/২৬)

সর্বোচ্চ ইনিংসে ৫ উইকেট : রুবেল হোসেন ও আফতাব আহমেদ (১)। সবচেয়ে বেশি মেডেন : মাশরাফি বিন মর্তুজা (৯)

সবচেয়ে বেশি ক্যাচ : মাহমুদউল্লাহ রিয়াদ (৬)। তথ্য: ক্রিক ইনফো

সর্বোচ্চ টেস্ট : মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল (৯টি)। সর্বোচ্চ রান : সাকিব আল হাসান (৭৬৩)। সর্বোচ্চ ইনিংস : সাকিব (২১৭)। সর্বোচ্চ হাফ সেঞ্চুরি : তামিম ইকবাল (৬)। সর্বোচ্চ সেঞ্চুরি : সাকিব ও মুমিনুল হক (২)। সর্বোচ্চ গড় : মুমিনুল হক (১১৫.৭৫)। সর্বোচ্চ স্ট্রাইকার রেট : তাপস বৈশ্য (১২৯.৪১)। সর্বোচ্চ চার : সাকিব (১১০)। সর্বোচ্চ ছক্কা : মাশরাফি বিন মর্তুজা (৭)। সর্বোচ্চ উইকেট : সাকিব (২৬)। সর্বোচ্চ ওভার : সাকিব (২৯৬.২ ওভার)। সেরা বোলার : সাকিব (৭/৩৬)। ম্যাচ সেরা : সাকিব (৯/১১৯)। ইনিংসে ৫ উইকেট : সাকিব (২)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close