ক্রীড়া ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

‘কোহলি কৌশলী অধিনায়ক নন’

ব্যাটসম্যান বিরাট কোহলির প্রশংসা করলেও কৌশলী অধিনায়ক মানতে নারাজ অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে শেন ওয়ার্ন অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনাটা জানিয়েছেন, ‘অধিনায়কত্বের কৌশল আর দলের ভালো নেতার মধ্যে পার্থক্য আছে। আমি মনে করি কোহলি ভারতীয় দলের দারুণ এক নেতা। কিন্তু নেতৃত্বের কৌশল আর দলের ভালো নেতার মধ্যে পার্থক্য আছে। আমি কোহলির দারুণ ভক্ত। সে ক্রিকেট খেলাটার জন্য দারুণ একজন প্রতিনিধি, নেতৃত্বও দেয় চমৎকার। টিম পেইন ও কেন উইলিয়ামসনও কৌশলগত দিক দিয়ে ভালো অধিনায়ক।’

কথা প্রসঙ্গে তিনি আইপিএল, মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গ থেকে বিশ্বকাপ নিয়েও জানিয়েছেন নিজের ভাবনা। ধোনি সম্পর্কে জানান, ভারতীয় দলে ধোনির অভিজ্ঞতার দরকার আছে, ‘আমি ধোনিকে অবশ্যই ভারতীয় দলে রাখব। সে ব্যাটিং পজিশনের অনেকগুলো জায়গায় দলকে নির্ভরতা দিতে পারে। চার, পাঁচ, ছয় পরিস্থিতি বিচারে যেকোনো জায়গায় সে উইকেটরক্ষক হিসেবেও আমার প্রথম পছন্দ। বিশ্বকাপে সব সময়ই আপনি চাইবেন আপনার দলে অভিজ্ঞ খেলোয়াড়রা থাকুক।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close