ক্রীড়া ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

অস্ট্রেলিয়ার বর্ষসেরা কামিন্স

সবাইকে ছাপিয়ে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন প্যাট কামিন্স। প্রথমবারের মতো এই পেসার হাতে তুললেন বর্ষসেরার খেতাব ‘অ্যালান বোর্ডার মেডেল’।

ধারাবাহিকতার স্বীকৃতিই পেলেন কামিন্স। মিচেল জনসনের পর প্রথম কোনো পেসার হিসেবে, আর স্টিভেন স্মিথের পর সবচেয়ে কম বয়সে এ পুরস্কার হাতে তুললেন তিনি। পেসার হিসেবে জেতা শেষজন ছিলেন জনসন। হেসেছিলেন ২০১৪ সালে। আর স্মিথ জিতেছিলেন ২০১৫ সালে। ২৫ বছর ২৩৯ দিন বয়সে। কামিন্স জিতলেন ২৫ বছর ২৭৯ দিনে।

১৫৬ ভোট পেয়েছেন বর্ষসেরা হয়েছেন কামিন্স। দুইয়ে থাকা স্পিনার নাথান লায়নের ভোট ১৫০, ১৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ওয়ানডে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর উসমান খাজা ও মার্কাস স্টয়নিস পেয়েছেন সমান ১০২ ভোট।

ছেলেদের বর্ষসেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার এই প্রথমবারের মতো আলাদা তিনজনের হাতে উঠেছে।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নাথান লায়ন। ওয়ানডের বর্ষসেরা হয়েছেন মার্কাস স্টয়নিস। টি-টোয়েন্টি বর্ষসেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড’ ক্রিকেট অস্ট্রেলিয়ার মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার, এবার জিতেছেন অ্যালিসা হিয়েলি। এই উইকেটরক্ষক-ব্যাটার জিতেছেন মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি পুরস্কারও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close