ক্রীড়া ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

স্টোক্স-বাটলারের জুটি

বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

টপ-অর্ডারের ব্যর্থতার অভিযোগে বিপদে পড়েছিল ইংল্যান্ড। সেখন থেকে বেন স্টোক্স ও জস বাটলারের ফিফটিতে সেন্ট লুসিয়া টেস্টে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। সিরিজের তৃতীয় টেস্টে প্রথম দিনে কাল ৮৩ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৩১ রান। পঞ্চম উইকেটে ১২৪ রানের জুটিতে স্টোক্্স ৬২ ও বাটলার ৬৭ রানে অপরাজিত আছেন।

কাল টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইংল্যান্ডের। দ্বিতীয় সেশনে বার্নস পলের বলে এলবিডব্লিউ হন ব্যক্তিগত ২৯ রানে, ১০৩ বলে বার্নস। এরপর ডেনলি (২০) আর অধিনায়ক জো রুটও (১৫) উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন। ১০৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সেই চাপ তারা সামলে ওঠে স্টোক্স ও বাটলারের ব্যাটে। স্টোক্্স ৮৪ বলে তুলে নেন ফিফটি। এরপরই ৫২ রানে বোলার আলজেরি জোসেফকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close