ক্রীড়া ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

বিমানে পাওয়া লাশটি সালার

বিমানের ধ্বংসাবশেষের মধ্যে যে লাশটি ছিল সেটি আর্জেন্টাইন পেশাদার ফুটবলার এমিলিয়ানো সালার। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডোরসেট পুলিশ। ডোরসেট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, ‘যে লাশটি কাল পর্তুগাল বন্দরে আনা হয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে। লাশটি পেশাদার ফুটবলার এমিলিয়ানো সালার।’ ফ্রান্সের ক্লাব নঁতে থেকে সালাকে দলে ভিড়িয়েছিল ইংলিশ ইংলিশ ক্লাব কার্ডিফ সিটি। ক্লাবটিতে যোগ দিতে তিনি ফ্রান্স থেকে বিমানে ২১ জানুয়ারি ইংল্যান্ডে যাচ্ছিলেন। কিন্তু ইংলিশ চ্যানেলের গুইয়ার্ন্সি দ্বীপের কাছাকাছি এলাকায় যাওয়ার পর রাডার থেকে বিছিন্ন হয়ে যায় তাকে বহনকারী বিমানটি। এরপর তিনদিন খোঁজ চললেও পরে তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ফুটবল খেলোয়াড় ও অন্যদের অনুদানের টাকায় ২৭ জানুয়ারি থেকে আবার অনুসন্ধান কাজ শুরু হয়। ৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে অনুসন্ধানকারী দল ইংলিশ চ্যানেলের দ্বীপ গুইয়ার্ন্সির ২৪ নটিক্যাল মাইল দূরে সমুদ্রের তলদেশে সালাকে বহনকারী বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close